ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল তো করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলছেন তিনি। তবে মিসরীয় এই ফরোয়ার্ড শুধু মাইলফলক গড়াতেই থেমে থাকতে চান না। তাঁর লক্ষ্যটা আরও বড়।
বড়দিনের পর গতকাল বক্সিং ডে’র দিন মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। সালাহর লিভারপুল এই দিনে মাঠে নেমেছে লেস্টার সিটির বিপক্ষে। অ্যানফিল্ডে ম্যাচের একেবারে শেষভাগে এসে প্রিমিয়ার লিগে অষ্টম ফুটবলার হিসেবে ঘরের মাঠে গোলের সেঞ্চুরি করেছেন সালাহ। ৮২ মিনিটে গাকপোর অ্যাসিস্ট থেকে তিনি করেন গোলটি। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘দলের জয়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারব। এটা দারুণ ব্যাপার। তবে আমরা প্রত্যেক ম্যাচে ফোকাস রাখছি এবং আশা করি এটা ধরে রাখতে পারব।’
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সালাহর মতো লিভারপুলও দারুণ ছন্দে আছে। টুর্নামেন্টে এবার ১৭ ম্যাচে ১৬ গোল করেন এবং অ্যাসিস্ট করেন ১১ গোলে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। দুই, তিন ও চারে থাকা চেলসি, নটিংহাম ফরেস্ট ও আর্সেনালের পয়েন্ট ৩৫, ৩৪ ও ৩৩। যার মধ্যে চেলসি, ফরেস্ট খেলেছে ১৮টি করে ম্যাচ। আর্সেনাল খেলেছে ১৭ ম্যাচ।
মৌসুমের অর্ধেক পেরোলেও এখনই লিভারপুলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘বছরটা অন্য রকম মনে হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের বিনয়ী হতে হবে। এটা খুবই বিশেষ। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বপ্নই আমি দেখছি।’
ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ১০০ গোলের তালিকায় সালাহর সঙ্গে আছেন কিংবদন্তি ফুটবলাররা। থিয়েরি অঁরি, হ্যারি কেইন, সার্জিও আগুয়েনো, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, অ্যান্ডি কোলে, রবি ফাউলার, সালাহ—এই আট ফুটবলার করেছেন এমন কীর্তি।
লিভারপুলের কাছে অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা আসছে না দীর্ঘদিন ধরে। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। এখন পর্যন্ত ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২০ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল তো করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলছেন তিনি। তবে মিসরীয় এই ফরোয়ার্ড শুধু মাইলফলক গড়াতেই থেমে থাকতে চান না। তাঁর লক্ষ্যটা আরও বড়।
বড়দিনের পর গতকাল বক্সিং ডে’র দিন মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। সালাহর লিভারপুল এই দিনে মাঠে নেমেছে লেস্টার সিটির বিপক্ষে। অ্যানফিল্ডে ম্যাচের একেবারে শেষভাগে এসে প্রিমিয়ার লিগে অষ্টম ফুটবলার হিসেবে ঘরের মাঠে গোলের সেঞ্চুরি করেছেন সালাহ। ৮২ মিনিটে গাকপোর অ্যাসিস্ট থেকে তিনি করেন গোলটি। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘দলের জয়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারব। এটা দারুণ ব্যাপার। তবে আমরা প্রত্যেক ম্যাচে ফোকাস রাখছি এবং আশা করি এটা ধরে রাখতে পারব।’
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সালাহর মতো লিভারপুলও দারুণ ছন্দে আছে। টুর্নামেন্টে এবার ১৭ ম্যাচে ১৬ গোল করেন এবং অ্যাসিস্ট করেন ১১ গোলে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। দুই, তিন ও চারে থাকা চেলসি, নটিংহাম ফরেস্ট ও আর্সেনালের পয়েন্ট ৩৫, ৩৪ ও ৩৩। যার মধ্যে চেলসি, ফরেস্ট খেলেছে ১৮টি করে ম্যাচ। আর্সেনাল খেলেছে ১৭ ম্যাচ।
মৌসুমের অর্ধেক পেরোলেও এখনই লিভারপুলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘বছরটা অন্য রকম মনে হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের বিনয়ী হতে হবে। এটা খুবই বিশেষ। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বপ্নই আমি দেখছি।’
ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ১০০ গোলের তালিকায় সালাহর সঙ্গে আছেন কিংবদন্তি ফুটবলাররা। থিয়েরি অঁরি, হ্যারি কেইন, সার্জিও আগুয়েনো, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, অ্যান্ডি কোলে, রবি ফাউলার, সালাহ—এই আট ফুটবলার করেছেন এমন কীর্তি।
লিভারপুলের কাছে অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা আসছে না দীর্ঘদিন ধরে। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। এখন পর্যন্ত ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২০ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।
১৮ মিনিট আগে৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১৩ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১৩ ঘণ্টা আগে