Ajker Patrika

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মানহানির মামলা 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭: ১২
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মানহানির মামলা 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। এক স্থানীয় গণমাধ্যমের বরাতে আজ বিবিসি জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনায় সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এই মামলা।

অন্যায়ভাবে বোমা মেরে গাজায় নারী-পুরুষ হত্যার বিরুদ্ধে গত অক্টোবরে টুইট করেন বেনজেমা। তখন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন অভিযোগ করেন, ৩৬ বছর বয়সী তারকার সঙ্গে ‘কুখ্যাত’ সুন্নি মুসলিম গ্রুপের সম্পর্ক আছে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে এই মানহানির মামলা বেনজেমার। ফরাসি তারকার আইনজীবী জানিয়েছেন, দারমানির ‘অবমূল্যায়নমূলক’ মন্তব্য তাঁর মক্কেলের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করেছে।

মিসর, রাশিয়া ও সৌদি আরব-সহ বেশ কয়েকটি দেশে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ। ইউরোপের বিভিন্ন দেশও এই সংগঠনের বিরুদ্ধে সোচ্চার। ফিলিস্তিনে ইতিমধ্যে ইসরায়েলি হামলার শততম দিন পেরিয়ে গেছে। দিনদিন বাড়ছে মৃত ও উদ্বাস্তুর সংখ্যা, যার মধ্যে সবচেয়ে বড় বলি নারী ও শিশুরা। তাদের প্রতি অনেক ফুটবলার সংহতি জানিয়ে আসছেন। বেনজেমাও সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে কথা বলেছেন। সেটির প্রেক্ষিতে রক্ষণশীল টিভি চ্যানেল সিনিউজে দারমানিন বলেন, ‘আমরা হাইড্রার সঙ্গে লড়াই করছি, যা মুসলিম ব্রাদারহুড। কারণ, এটি জিহাদিজম পরিবেশ সৃষ্টি করে।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বেনজমার বিরুদ্ধে বলেন, ‘তিনি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের জন্য সুপরিচিত।’

বিষয়টি মোটেও পছন্দ হয়নি ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকার। দ্রুত তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বর্তমানে ৩৬ বছর বয়সী তারকা রিয়াল মাদ্রিদ ছেড়ে খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত