ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা।
গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।
আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা।
গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।
আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে