ক্রীড়া ডেস্ক
কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।
কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৩ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে