নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে