ক্রীড়া ডেস্ক
নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে