মৌসুমের শেষ মিলান ডার্বি। সেই ডার্বি জিতলেই নিষ্পত্তি হয়ে যাবে সিরি আ। ৫ রাউন্ড হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো হাতে নেবে ইন্তার মিলান। সেটিও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে, ১৭ পয়েন্ট এগিয়ে থেকে। তবে ঐতিহাসিক সান সিরোতে আজ রাতেই কী শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় দল হিসেবে শিরোপা উৎসবে মাতবে নেরাজ্জুরিরা? তার আগেই অবশ্য সুখবর পেয়েছে ইন্টার।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল সিমোনে ইনজাঘির নামও। তবে গতকাল ইন্তারের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। জুভেন্তাসের ৯ বছরের দাপট ভেঙে ২০২০-২১ মৌসুমে নেরাজ্জুরিদের লিগ জিতিয়ে আন্তোনিও কন্তে বিদায় নিলে সান সিরোতে আসেন সিমোনে। গত মৌসুমে তাঁর অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ইন্তার।
এবার লিগ পুনরুদ্ধারে তরতর করে এগিয়েছে সিমোনের দল। সেই পথের কাঁটা হয়ে কিছু সময়ের জন্য হলেও ইন্তারের উৎসব বিলম্বিত করতে চান স্তেফানো পিওলি। এই ডার্বি যে মিলান কোচের কাছে দায়মোচনের! নিজেই এমনটা মনে করেন ১১ বছর পর ২০২১-২২ মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানো কোচ, ‘আমাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু—গর্ব, দায়িত্ব এবং স্বত্ব নিয়ে খেলব। লিগ টেবিল, (গত) বৃহস্পতিবারের বিদায়, ইন্তারের স্কুদেত্তো পেছাতে করতে এ লড়াই। এটি দায়মোচনের, গর্ব করার মতো সুযোগ।’
মৌসুমের প্রথম ডার্বিতে বড় ব্যবধানে হারের সঙ্গে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। রোমার কাছে দুই লেগে হেরে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে মিলান। শিরোপা শূন্য মৌসুম কাটাতে যাওয়া স্তেফানো এমন দায়মোচনের স্বপ্ন তো দেখবেনই ৭০ হাজার দর্শকের সামনে ডার্বি জিতে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে তাই নিজেদের নিংড়ে দেওয়ার কথায় জানালেন তিনি, ‘আগামীকাল (আজ) আমাদের সবকিছুই করতে হবে যাতে তারা জিততে না পারে।’
মৌসুমের শেষ মিলান ডার্বি। সেই ডার্বি জিতলেই নিষ্পত্তি হয়ে যাবে সিরি আ। ৫ রাউন্ড হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো হাতে নেবে ইন্তার মিলান। সেটিও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে, ১৭ পয়েন্ট এগিয়ে থেকে। তবে ঐতিহাসিক সান সিরোতে আজ রাতেই কী শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় দল হিসেবে শিরোপা উৎসবে মাতবে নেরাজ্জুরিরা? তার আগেই অবশ্য সুখবর পেয়েছে ইন্টার।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল সিমোনে ইনজাঘির নামও। তবে গতকাল ইন্তারের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। জুভেন্তাসের ৯ বছরের দাপট ভেঙে ২০২০-২১ মৌসুমে নেরাজ্জুরিদের লিগ জিতিয়ে আন্তোনিও কন্তে বিদায় নিলে সান সিরোতে আসেন সিমোনে। গত মৌসুমে তাঁর অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ইন্তার।
এবার লিগ পুনরুদ্ধারে তরতর করে এগিয়েছে সিমোনের দল। সেই পথের কাঁটা হয়ে কিছু সময়ের জন্য হলেও ইন্তারের উৎসব বিলম্বিত করতে চান স্তেফানো পিওলি। এই ডার্বি যে মিলান কোচের কাছে দায়মোচনের! নিজেই এমনটা মনে করেন ১১ বছর পর ২০২১-২২ মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানো কোচ, ‘আমাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু—গর্ব, দায়িত্ব এবং স্বত্ব নিয়ে খেলব। লিগ টেবিল, (গত) বৃহস্পতিবারের বিদায়, ইন্তারের স্কুদেত্তো পেছাতে করতে এ লড়াই। এটি দায়মোচনের, গর্ব করার মতো সুযোগ।’
মৌসুমের প্রথম ডার্বিতে বড় ব্যবধানে হারের সঙ্গে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। রোমার কাছে দুই লেগে হেরে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে মিলান। শিরোপা শূন্য মৌসুম কাটাতে যাওয়া স্তেফানো এমন দায়মোচনের স্বপ্ন তো দেখবেনই ৭০ হাজার দর্শকের সামনে ডার্বি জিতে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে তাই নিজেদের নিংড়ে দেওয়ার কথায় জানালেন তিনি, ‘আগামীকাল (আজ) আমাদের সবকিছুই করতে হবে যাতে তারা জিততে না পারে।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৭ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৭ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৯ ঘণ্টা আগে