Ajker Patrika

৩০ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন সালাহ

ক্রীড়া ডেস্ক    
রেকর্ড গড়া এক মৌসুম কাটিয়েছেন মোহামেদ সালাহ। ছবি: এএফপি
রেকর্ড গড়া এক মৌসুম কাটিয়েছেন মোহামেদ সালাহ। ছবি: এএফপি

২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগটা মোহামেদ সালাহর কেটেছে মনে রাখার মতো। লিভারপুলের শিরোপা জয়ে একের পর এক গোল করে অসাধারণ অবদান রেখেছেন সালাহ। সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মিসরীয় এই ফরোয়ার্ড। ছন্দে থাকা সালাহর নাম উঠে গেল রেকর্ড বইয়ে।

এবারের প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ গত রাতে খেলেছে লিভারপুল। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে লিভারপুল ড্র করেছে। ৮৪ মিনিটে সালাহর করা গোলেই মূলত হারের হাত থেকে বেঁচে যায় অলরেডরা। এই গোল করে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা হয়ে গেল ২৯। পাশাপাশি তাঁর অ্যাসিস্ট ১৮। ৪৭ গোলে অবদান রেখে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ অবদান রাখা ফুটবলারের তালিকায় নাম উঠে গেল সালাহর। তাঁর সমান ৪৭ গোলে অবদান রাখার কীর্তি গড়েছিলেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরার। কোল এই কীর্তি গড়েন ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। শিয়েরারের রেকর্ড ঠিক পরেই (১৯৯৪-৯৫ মৌসুমে)। তিনি কীর্তি গড়েন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে।

সর্বোচ্চ ২৯ গোল করে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন সালাহ। একই সঙ্গে গোল্ডেন প্লেমেকার ও মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একসঙ্গে এই তিন পুরস্কার (গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার, মৌসুমের সেরা খেলোয়াড়) জেতার কীর্তি গড়লেন মিসরীয় এই ফরোয়ার্ড। ৩৮ ম্যাচে ২৫ জয় ও ৯ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে এবার প্রিমিয়ার লিগ শেষ করল লিভারপুল।

সালাহ ২০২৪-২৫ মৌসুমের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন। ২০২৭ পর্যন্ত লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। আর সালাহ, শিয়ারার, কোলের পর এই তালিকায় আছেন থিয়েরি অঁরি ও আর্লিং হালান্ড। অঁরি, হালান্ড দুজনেরই অবদান ৪৪ গোলে। অঁরি ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে করেছেন এই রেকর্ড। ঠিক তার ২০ বছর পরে (২০২২-২৩ মৌসুমে) ম্যানচেস্টার সিটির জার্সিতে রেকর্ডটি করেছেন হালান্ড।

প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখা ফুটবলার (গোল, অ্যাসিস্ট)

গোলে অবদান দল মৌসুম

মোহামেদ সালাহ ৪৭ লিভারপুল ২০২৪-২৫

অ্যালান শিয়ারার ৪৭ ব্ল্যাকবার্ন রোভার্স ১৯৯৪-৯৫

অ্যান্ডি কোল ৪৭ নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৩-৯৪

থিয়েরি অঁরি ৪৪ আর্সেনাল ২০০২-০৩

আর্লিং হালান্ড ৪৪ ম্যানচেস্টার সিটি ২০২২-২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত