সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো স্টেডিয়ামে তখনো হয়তো খেলা দেখতে আসা দর্শক ঠিকঠাকমতো নিজেদের আসনে বসতে পারেননি। কিন্তু মাঠে সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপন শুরু করেছেন রদ্রিগো। কোপা দেল রের ফাইনালে মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে এই টুর্নামেন্টের ফাইনালে ৭৭ বছরের মধ্যে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন রদ্রিগো। ১৯৪৬ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্রুততম গোলের রেকর্ড গড়েন রিয়ালের সাবেক ফরোয়ার্ড সাবিনো বারিনাগা। আর সব মিলিয়ে দ্রুততম গোলের মালিক রাউল তামুডো। ২০০৬ সালে রিয়াল জারাজোগার বিপক্ষে প্রথম মিনিটেই গোল করেছিলেন সাবেক এস্প্যানিওল ও স্প্যানিশ ফরোয়ার্ড।
রেকর্ড গোলে আরও একটি কীর্তি গড়েছেন রদ্রিগো। ২১ শতকে রিয়ালের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন তিনি। গোলের সময় তাঁর বয়স ছিল ২২ বছর ১১৭ দিন। পরে দলের জয়সূচক গোলটিও করেন তিনি। ২টি গোলের উৎসদাতা ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। ৫৮ মিনিটে ওসাসুনার হয়ে একটি গোল শোধ দিয়েছেন পাবলো তোরো।
ফাইনালে ২-১ গোলে জিতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। টুর্নামেন্টে তাদের এটি ২০তম শিরোপা। ৩১ শিরোপায় শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো স্টেডিয়ামে তখনো হয়তো খেলা দেখতে আসা দর্শক ঠিকঠাকমতো নিজেদের আসনে বসতে পারেননি। কিন্তু মাঠে সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপন শুরু করেছেন রদ্রিগো। কোপা দেল রের ফাইনালে মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে এই টুর্নামেন্টের ফাইনালে ৭৭ বছরের মধ্যে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন রদ্রিগো। ১৯৪৬ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্রুততম গোলের রেকর্ড গড়েন রিয়ালের সাবেক ফরোয়ার্ড সাবিনো বারিনাগা। আর সব মিলিয়ে দ্রুততম গোলের মালিক রাউল তামুডো। ২০০৬ সালে রিয়াল জারাজোগার বিপক্ষে প্রথম মিনিটেই গোল করেছিলেন সাবেক এস্প্যানিওল ও স্প্যানিশ ফরোয়ার্ড।
রেকর্ড গোলে আরও একটি কীর্তি গড়েছেন রদ্রিগো। ২১ শতকে রিয়ালের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন তিনি। গোলের সময় তাঁর বয়স ছিল ২২ বছর ১১৭ দিন। পরে দলের জয়সূচক গোলটিও করেন তিনি। ২টি গোলের উৎসদাতা ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। ৫৮ মিনিটে ওসাসুনার হয়ে একটি গোল শোধ দিয়েছেন পাবলো তোরো।
ফাইনালে ২-১ গোলে জিতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। টুর্নামেন্টে তাদের এটি ২০তম শিরোপা। ৩১ শিরোপায় শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৫ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে