Ajker Patrika

প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার কাছে চার গোল খেল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার কাছে চার গোল খেল বাংলাদেশ 

প্রথম মিনিট থেকেই  যেভাবে তেড়েফুঁড়ে খেলা শুরু করল অস্ট্রেলিয়া, তাতে শুরু থেকেই অসহায় বাংলাদেশ ফুটবল দল।  র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা প্রতিপক্ষের কাছে গোল হজমের চেষ্টাটা শুরু থেকে থাকলেও রক্ষণে শেষ পর্যন্ত অসহায় ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ। 

মেলবোর্নের অ্যামি পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধটা এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি জামালরা। প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে ৪-০ গোলে। 

বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৫০ বছর পূর্তি পালন করছে অস্ট্রেলিয়া। অ্যামি পার্কে তাই সাবেক সকারু ফুটবলারদের ভিড়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়লেন কোচ গ্রাহাম আর্নল্ড। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক অস্ট্রেলিয়া। 

ফুরফুরে মন নিয়েই ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে প্রথম গোলটা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রেগ গুডউইনের ফ্রি কিক থেকে আলতো করে হেড নিলেন হ্যারি সাউটার। বল তাঁর মাথা ছুঁয়ে কোনাকুনিভাবে ঢুকে গেল পোস্টে। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা, সাউটারের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার তারিক কাজীর কিছুই করার ছিল না। 

গোল হজম করে বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাকে ভড়কে দেওয়ার। লাভ হয়নি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা ডিবক্সেই আটকে গেছেন বারবার। এর মাঝে ২০ মিনিটে দ্বিতীয় গোল সকারুদের। ডান প্রান্ত থেকে কনর ম্যাটকাফের ক্রসে ভলিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ব্র্যান্ডন বোরেল্লো। 

প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে অস্ট্রেলিয়া। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল মিচেল ডিউকের। ৩৭ মিনিটে কনর ম্যাটকাফের বাতাসে ভাসানো পাস থেকে হেডে সহজেই মিতুলকে হার মানান ডিউক। ৪০ মিনিটে বোরেল্লোর শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়ে জালে জড়ান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত