Ajker Patrika

কোচের বেতন-মেয়াদ বাড়াল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২২: ৫৩
কোচের বেতন-মেয়াদ বাড়াল বাফুফে

এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তি ছিল হাভিয়ের কাবরেরার। চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সঙ্গে নতুন চুক্তি নিয়ে দর-কষাকষি শুরু করেছিলেন স্প্যানিশ কোচ।

গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ দলের কোচ হয়ে আসার পর প্রথম বছর তেমন সাফল্যই পাননি কাবরেরা। এরপরও আর এক বছর মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। ২০২৩ সালে তাঁর কোচিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে উন্নতির ছোঁয়া। সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলার পর মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিয়েছে কাবরেরার দল। নিজেদের মাঠে লেবাননের সঙ্গে ১-১ গোলেও ড্র করেছে বাংলাদেশ।

দল উন্নতি করায় বাফুফের সঙ্গে পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন কাবরেরা। প্রথম দুই বছর বাফুফের সঙ্গে চুক্তিতে ৮ হাজার ডলারের মতো বেতন পেতেন তিনি। শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে ১১ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার বেশি) বেশি পাবেন কাবরেরা। বর্ধিত বেতনে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ থাকবেন ৩৯ বছর বয়সী এই কোচ।

প্রথম বছর হোঁচট খেলেও কাবরেরা অধীনে বাংলাদেশের উন্নতিটা চোখে পড়েছে সাফের পর থেকেই।  তাঁর অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ ২১টি ম্যাচ খেলেছে। ৯ ম্যাচে হেরেছে  বাংলাদেশ, ৬ জয়ের সঙ্গে ড্র সমান সংখ্যক। র‍্যাঙ্কিংয়ে বড় দলগুলোর সঙ্গে জামালদের লড়াইটা এখন বেশ আশা জাগাচ্ছে। তাই এই চুক্তিটা এক প্রকার প্রত্যাশিতই ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত