Ajker Patrika

অফসাইডেই ম্যাচ জিততে পারেনি আর্সেনাল, ক্ষোভ আর্তেতার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

রেফারির সঙ্গে এই মৌসুমে মিকেল আর্তেতার দ্বন্দ্ব খুবই চিরপরিচিত দৃশ্য। পেনাল্টি, অফসাইড ইস্যুতে প্রায়ই রেফারির সমালোচনা করেন আর্তেতা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে অফসাইডের গোল নিয়ে সমালোচনা করেন আর্সেনাল কোচ।

এমিরেটস স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও ব্রেন্টফোর্ড। প্রথমার্ধে গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে আর্সেনাল। ৬৬ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। ব্রেন্টফোর্ড অবশ্য সমতায় ফিরেছে খুব দ্রুতই। ৭৬ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন ইভান টনি। টনিকে অ্যাসিস্ট করেছেন ক্রিস্টিয়ান নোরগার্ড। অ্যাসিস্টের সময় নোরগার্ড অফসাইডে ছিলেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পরেও রেফারি গোলের স্বীকৃতি দিয়েছিলেন।

অফসাইড হওয়ার পরেও এই গোল দেওয়া নিয়ে হতাশ আর্তেতা। আর্সেনাল কোচ বলেন, ‘আমি দেখেছি তা অফসাইড ছিল। রক্ষণভাগে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। হঠাৎ করে আপনি নিয়ম পাল্টে ফেলবেন। পরে হয়তো আমাদের ব্যাখ্যা দেওয়া হবে তবে আমরা আজ তা পাইনি।’

এই ম্যাচ ড্র করেও শীর্ষে আছে আর্সেনাল। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট এখন গানার্সদের। আর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত