Ajker Patrika

এবার বাফুফেকে ফিলিস্তিনের ‘না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৫০
এবার বাফুফেকে ফিলিস্তিনের ‘না’

জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল সৌদি আরব নারী ফুটবল দলের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছিল দলটি। ফেব্রুয়ারিতে আসার কথা ফিলিস্তিনের। এবার তারাও ‘না’ করেছে বাফুফেকে। 

ফেব্রুয়ারির উইন্ডো (আন্তর্জাতিক ফুটবলের সময়) শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে। তখন ঢাকায় আসবে বলে গত মাসে কিরণকে কাতারে নিশ্চিত করেছিলেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। বাংলাদেশকে কথা দিয়েও শেষ পর্যন্ত ৮ দলের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলছে ফিলিস্তিন। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। বরং এপ্রিল কিংবা জুনের উইন্ডোতে আসার ইচ্ছা দলটির। 

শেষ মুহূর্তে বিকল্প দল খুঁজতে হচ্ছে বাফুফেকে। এতে টানা দুটি উইন্ডোতে নারী ফুটবলাররা বঞ্চিত হবেন আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা থেকে। অক্টোবরে শুরু হবে নারী সাফ। সাফের আগে মেয়েদের বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে ধীরে ধীরে। এপ্রিলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে সিলেট ছাড়া আর কোনো বিকল্প ভেন্যুও নেই। সাফের আগে এপ্রিল, জুন ও সেপ্টেম্বরে উইন্ডো পাবে বাফুফে। কাছাকাছি উইন্ডো হওয়ায় ব্যয় বেশি হবে। তবু মেয়েদের ম্যাচ খেলাতে মরিয়া বাফুফে। প্রয়োজনে সিলেটে হলেও খেলতে চান, এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেছেন, ‘দলগুলো শেষ মুহূর্তে না বললে আর কী করার থাকে! আরও কয়েকটি দেশের সঙ্গে এপ্রিলের উইন্ডোতে খেলতে কথা চলছে। আমরা এবার একাধিক দল নিয়ে এগোতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত