Ajker Patrika

বিশ্বকাপের আগে বড় ঝামেলা থেকে বাঁচলেন নেইমার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৩
বিশ্বকাপের আগে বড় ঝামেলা থেকে বাঁচলেন নেইমার

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে বড় বাঁচা বাঁচলেন নেইমার। তাঁর বিরুদ্ধে আনা ৯ বছরের পুরোনো এক অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সোলোনায় গিয়েছিলেন নেইমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। এ কারণে নেইমারের দুই বছরের জেল ও ১ কোটি ইউরো (বাংলাদেশি ১০০ কোটি টাকা) জরিমানা দাবি করেছিল প্রতিষ্ঠানটি। গতকাল সেই মামলার রায়ে দায়মুক্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। প্রসিকিউটর বলেছেন, ‘সামান্যতম অপরাধের প্রমাণও পাওয়া যায়নি তাঁর বিরুদ্ধে।’ নির্দোষ হওয়ার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে টুইটারে নেইমার লিখেছেন। ‘নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি কতটা শক্তিশালী’।

সান্তোসে থাকাকালীন নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটির দাবি, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশ না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। শুধু নেইমারই নন, আরও অনেককে বিবাদী করা হয়েছিল এই মামলায়। নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ও স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজকেও বিবাদী করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত