Ajker Patrika

অনুশীলনে ফিরতে রাজি সাবিনারা

অনলাইন ডেস্ক
বিদ্রোহের অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরতে রাজি সাবিনারা। ফাইল ছবি
বিদ্রোহের অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরতে রাজি সাবিনারা। ফাইল ছবি

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছিলেন নারী দলের ১৮ ফুটবলার। অবশেষে বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। রাজি হয়েছেন অনুশীলনে ফিরতে ৷ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’

অনুশীলনের জন্য রাজি হলেও সংযুক্ত আরব আমিরাত সফরের দলে থাকছেন না সাবিনা খাতুনরা। তাঁদের বাদ দিয়েই সাজানো হয়েছে দল। কিরণ বলেন, ‘আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প। সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে। ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।’

বিদ্রোহী ফুটবলারদের চুক্তি নিয়েও ছিল অনিশ্চয়তা। কিরণ বলেন, ‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’

গত ৩০ জানুয়ারি বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহের ডাক দেন ১৮ নারী ফুটবলার। বাটলার কোচ হিসেবে থাকলে অবসরের হুমকিও দেন তাঁরা। জটিলতা নিরসনে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাফুফে। এক সপ্তাহ পর কমিটি প্রতিবেদন প্রকাশ করলেও সমাধান করতে সময় ক্ষেপণ করছিল বাফুফে। অবশেষে কাটল সেই জটিলতা।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত