এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে