ক্রীড়া ডেস্ক
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে পর্তুগাল ক্লাবটির বিপক্ষে ৪-১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কাতালানরা।
প্রথম দেখায় একমাত্র গোলটি করেছিলেন রাফিনহা। সেই ছন্দ ধরে রাখলেন ফিরতে দেখায়ও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার করলেন জোড়া গোল। আরেকটি লামিন ইয়ামালের কাছ থেকে। চলতি মৌসুমে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনিয়া গোল করলেন পাঁচটি। প্রথম পর্বের দেখায়ও জোড়া গোল করেছিলেন। বেনফিকার হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় ২০টি। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বেনফিকা সব মিলিয়ে ৮ শট নেয় গোলের জন্য, এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে।
গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলে মারা যান বার্সেলোনা দলের চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া। এই চিকিৎসকের শোককে শক্তিতে রূপান্তর করেই ম্যাচটি জেতার ঘোষণা দিয়েছিল কাতালানরা। সে কথা রাখলেন ফ্লিক। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা।
ম্যাচের ১০ম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সের ভেতর থেকে রবের্ত লেভানদোভস্কির শট সহজে ঠেকিয়ে দেন বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। পরের মিনিটেই গোল উদ্যাপন করল তারা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।
পাল্টা জবাব দিতে দেরি করেনি বেনফিকাও। ১৩ মিনিটে কর্নার থেকে হেডে সমতা টানেন ওতামেন্দি। ২০১৭ সালের ১ নভেম্বরের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেলেন ৩৭ বছর বয়সী ওতামেন্দি। সেবার ম্যানচেস্টার সিটির হয়ে নাপোলির জালে বল পাঠিয়েছিলেন তিনি।
আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই।
৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে পাস দেন বক্সে, বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী তারকা ফুটবলার। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ১০ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হলো ১১ গোল। সঙ্গে সহায়তা করেছেন ৫ গোলে।
চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের কীর্তিও গড়লেন রাফিনহা। বার্সেলোনার হয়েই ১৯৯৯-২০০০ মৌসুমে রিভালদো ও ২০১৪-১৫ মৌসুমে নেইমার করেছিলেন ১০ গোল। কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড অথবা লিলের সঙ্গে দেখা হতে পারে বার্সার।
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে পর্তুগাল ক্লাবটির বিপক্ষে ৪-১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কাতালানরা।
প্রথম দেখায় একমাত্র গোলটি করেছিলেন রাফিনহা। সেই ছন্দ ধরে রাখলেন ফিরতে দেখায়ও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার করলেন জোড়া গোল। আরেকটি লামিন ইয়ামালের কাছ থেকে। চলতি মৌসুমে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনিয়া গোল করলেন পাঁচটি। প্রথম পর্বের দেখায়ও জোড়া গোল করেছিলেন। বেনফিকার হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় ২০টি। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বেনফিকা সব মিলিয়ে ৮ শট নেয় গোলের জন্য, এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে।
গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলে মারা যান বার্সেলোনা দলের চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া। এই চিকিৎসকের শোককে শক্তিতে রূপান্তর করেই ম্যাচটি জেতার ঘোষণা দিয়েছিল কাতালানরা। সে কথা রাখলেন ফ্লিক। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা।
ম্যাচের ১০ম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সের ভেতর থেকে রবের্ত লেভানদোভস্কির শট সহজে ঠেকিয়ে দেন বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। পরের মিনিটেই গোল উদ্যাপন করল তারা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।
পাল্টা জবাব দিতে দেরি করেনি বেনফিকাও। ১৩ মিনিটে কর্নার থেকে হেডে সমতা টানেন ওতামেন্দি। ২০১৭ সালের ১ নভেম্বরের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেলেন ৩৭ বছর বয়সী ওতামেন্দি। সেবার ম্যানচেস্টার সিটির হয়ে নাপোলির জালে বল পাঠিয়েছিলেন তিনি।
আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই।
৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে পাস দেন বক্সে, বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী তারকা ফুটবলার। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ১০ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হলো ১১ গোল। সঙ্গে সহায়তা করেছেন ৫ গোলে।
চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের কীর্তিও গড়লেন রাফিনহা। বার্সেলোনার হয়েই ১৯৯৯-২০০০ মৌসুমে রিভালদো ও ২০১৪-১৫ মৌসুমে নেইমার করেছিলেন ১০ গোল। কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড অথবা লিলের সঙ্গে দেখা হতে পারে বার্সার।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই।
৩১ মিনিট আগেবিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) বিদ্রুপ করে বলা হয় ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকেন অনেকে। গত এক দশকে আইসিসি এভাবেই উপহাসের শিকার হচ্ছে বারবার। স্যার অ্যান্ডি রবার্টস সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন।
১ ঘণ্টা আগেসেঞ্চুরি করা এখন তামিম ইকবালের কাছে অনেক সহজ কাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন। আর তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে মধ্যাহ্নভোজের আগে।
২ ঘণ্টা আগে২০০৮ সালের ৬ সেপ্টেম্বর। ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিম ইকবাল লড়েছিলেন ‘ওয়ান ম্যান আর্মির’ মতো। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গিয়েছিল ম্যাচটি। ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই ম্যাচটিই সবশেষ কোনো আন্তর্জাতিক ক্রিকেট।
২ ঘণ্টা আগে