Ajker Patrika

পিএসজিতে মেসির অভিষেক হতে পারে ২৯ আগস্ট  

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের একটি ছিল ক্লাবে লিওনেল মেসির নাম লেখানোর আগে, আরেকটি পরে। ম্যাচ দুটি থেকে অবশ্য পূর্ণ ৬ পয়েন্টই আদায় করে নিয়েছে পিএসজি।

স্ট্রাসবুর্গের বিপক্ষে রোববার রাতের ম্যাচটা সস্ত্রীক গ্যালারিতে বসে উপভোগ করেছেন মেসি। কিন্তু তাতে কি আর পিএসজির সমর্থকগোষ্ঠী ‘আলট্রাস’ আর বিশ্বজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা মেসিভক্তের মন ভরে? তাঁরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুদে জাদুকরের ফুটবলশৈলী দেখতে! 

গত সপ্তাহে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের মধুর সম্পর্কের ইতি টেনে প্যারিসে পা রাখার পর অনুশীলনেও নেমে পড়ছেন মেসি। পিএসজিতে তাঁর নতুন ৩০ নম্বর জার্সিও অনলাইনে বিক্রি হয়ে গেছে মাত্র ৩০ মিনিটে! কিন্তু রেকর্ড ছয়বারের ব্যালন ডি অর জয়ী মহাতারকার যে মুহূর্তটির জন্য এত অপেক্ষা, সেই অভিষেকটাই এখনো হলো না। নতুন ক্লাবের জার্সিতে মেসির মাঠে নামার দিনক্ষণ গুনছেন ফুটবল অনুরাগীরা, সেটি নিয়ে কথা বললেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। 

গত জুলাইয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপা জেতা মেসি এরপর আর খেলেননি কোনো ম্যাচ। আর্জেন্টাইন জাদুকরকে শতভাগ ফিট করে তবেই মাঠে নামাতে চান পচেত্তিনো, ‘কোপার ফাইনাল খেলার পর থেকে ছুটিতে ছিল সে (মেসি)। এখানে আসার পর মাত্র দুদিন (আসলে ৩ দিন) অনুশীলন করেছে। আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে–অপরকে জানার চেষ্টা করব। ও ম্যাচ ফিটনেস ফিরে পাক, দলের সঙ্গে ভালোভাবে মিশে যাক। তারপরই অভিষেক হবে।’ 

পচেত্তিনোর তাড়া না দেখানোর অর্থ, ব্রেস্তের বিপেক্ষে আগামী শুক্রবারের ম্যাচেও বন্ধু নেইমার জুনিয়র–আনহেল দি মারিয়া–মাউরো ইকার্দিদের সঙ্গে নতুন করে জুটি বাঁধা হচ্ছে না মেসির। তাঁকে পিএসজির জার্সিতে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও সপ্তাহ খানেক। স্কাই স্পোর্টস জানাচ্ছে, সব ঠিক থাকলে ২৯ আগস্ট রাতে রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘পেট্রো ডলার’ সমৃদ্ধ ক্লাবটির হয়ে অভিষেক হতে পারে মেসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত