Ajker Patrika

প্রচারণায় ব্যবহার করা যাবে না বাফুফের লোগো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রচারণায় ব্যবহার করা যাবে না বাফুফের লোগো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে প্রার্থীদের প্রচারণা। আর প্রচারণার ক্ষেত্রে অনেকেই বাফুফের লোগো সংবলিত লিফলেট, কার্ড কিংবা ই-পোস্টার ব্যবহার করছেন। যেটা ফেডারেশনের দৃষ্টিগোচর হওয়ার পর বিজ্ঞপ্তি দিয়েছে তারা। 

সেই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। যদিও নির্বাচনী বিধিমালায় লোগো ব্যবহার নিয়ে কোনো নির্দেশনা নেই। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের নিষেধাজ্ঞা নাই, বাফুফের আপত্তি করার অধিকার রয়েছে।’ 

গত দুই দিন এ নিয়ে আলোচনার পর বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছে এই সংক্রান্ত। সাধারণ সম্পাদকের বিজ্ঞপ্তির তারিখ ২২ অক্টোবর হলেও আজ বাফুফের ফেসবুক পেজে এটি শেয়ার হয়েছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এবার সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ও সাবেক ফুটবলার মিজানুর রহমান। আর সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইমরুল হাসান। বাকি দুই পদে হবে আসল প্রতিদ্বন্দ্বিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত