অস্কার দে মার্কোস; নামটা এই সময়ের ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই অচেনা। তবে স্পেনের বিলবাও শহরের মানুষ তাঁকে একনামে চেনেন। এর পেছনে দারুণ এক গল্প। নিজ শহর লাগুয়ারদিয়া থেকে সাড়ে তিন হাজার মাইলের পথ বিলবাও। ফুটবলের টানে সেই শৈশব থেকেই মার্কোস ছুটে যান বিলবাওয়ে।
নিয়মিত অনুশীলন শেষে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। কিন্তু যে ক্লাবটির ছায়া, যাদের ফুটবলদর্শন মার্কাসকে অনেক বেশি আকৃষ্ট করেছিল সেই অ্যাটলেটিকো বিলবাও হয়ে গেল তাঁর প্রাণের ঠিকানা। যে ক্লাবে এরই মধ্যে ১৫ বছর পার করে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
স্পেনের শীর্ষ লিগে বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এক ক্লাবে এত লম্বা সময় কাটানোর রেকর্ড আর কারও নেই। এত দিন যে তালিকার এক নম্বরে ছিল কোকের নাম। অ্যাটলেটিকো মাদ্রিদে ১৪ বছর ধরে আছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
এদিকে দেখতে দেখতে রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়ে ফেলেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। ৩৯ বছর বয়সী লুকাকে আর আগামী মৌসুমে লস ব্লাঙ্কোস জার্সিতে দেখা যাবে না। এই তালিকায় আরেক অ্যাটলেটিকো খেলোয়াড় হোসে মারিয়া জিমেনেজ। উরুগুয়ে ও স্পেনের নাগরিকত্ব থাকা এই ডিফেন্ডারও ১১ বছর ধরে মাদ্রিদের ক্লাবটিতে।
এক ক্লাবে যুগ যুগ। ফুটবলে এমন নজির কম নয়। এই যেমন বরুসিয়া মনশেনগ্লাডবাখে ২২ বছর কাটিয়ে রেকর্ড গড়েছেন গোলকিপার ক্যাম্পস। এরপর ইংলিশ জায়ান্ট লিভারপুলে দুই দশকের বেশি সময় কাটিয়ে অল রেডসদের ইতিহাসের পাতায় নাম লেখান স্কটিশ বিলি লিডেল।
অস্কার দে মার্কোস; নামটা এই সময়ের ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই অচেনা। তবে স্পেনের বিলবাও শহরের মানুষ তাঁকে একনামে চেনেন। এর পেছনে দারুণ এক গল্প। নিজ শহর লাগুয়ারদিয়া থেকে সাড়ে তিন হাজার মাইলের পথ বিলবাও। ফুটবলের টানে সেই শৈশব থেকেই মার্কোস ছুটে যান বিলবাওয়ে।
নিয়মিত অনুশীলন শেষে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। কিন্তু যে ক্লাবটির ছায়া, যাদের ফুটবলদর্শন মার্কাসকে অনেক বেশি আকৃষ্ট করেছিল সেই অ্যাটলেটিকো বিলবাও হয়ে গেল তাঁর প্রাণের ঠিকানা। যে ক্লাবে এরই মধ্যে ১৫ বছর পার করে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
স্পেনের শীর্ষ লিগে বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এক ক্লাবে এত লম্বা সময় কাটানোর রেকর্ড আর কারও নেই। এত দিন যে তালিকার এক নম্বরে ছিল কোকের নাম। অ্যাটলেটিকো মাদ্রিদে ১৪ বছর ধরে আছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
এদিকে দেখতে দেখতে রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়ে ফেলেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। ৩৯ বছর বয়সী লুকাকে আর আগামী মৌসুমে লস ব্লাঙ্কোস জার্সিতে দেখা যাবে না। এই তালিকায় আরেক অ্যাটলেটিকো খেলোয়াড় হোসে মারিয়া জিমেনেজ। উরুগুয়ে ও স্পেনের নাগরিকত্ব থাকা এই ডিফেন্ডারও ১১ বছর ধরে মাদ্রিদের ক্লাবটিতে।
এক ক্লাবে যুগ যুগ। ফুটবলে এমন নজির কম নয়। এই যেমন বরুসিয়া মনশেনগ্লাডবাখে ২২ বছর কাটিয়ে রেকর্ড গড়েছেন গোলকিপার ক্যাম্পস। এরপর ইংলিশ জায়ান্ট লিভারপুলে দুই দশকের বেশি সময় কাটিয়ে অল রেডসদের ইতিহাসের পাতায় নাম লেখান স্কটিশ বিলি লিডেল।
লক্ষ্যটা ছিল মাত্র ২০৮ রানের। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ১৩৩ রানে। সিরিজের প্রথম ওয়ানডেতে তাদের সঙ্গী হয়েছে ৭৪ রানের হার। এভাবে ম্যাচ হারলেও উইকেট নিয়ে কোনো ধরনের অজুহাদ দিতে চান না ক্যারিবীয়দের অধিনায়ক শাই হোপ।
২৬ মিনিট আগেরিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে ১৩ বলের ২৬ রানের ঝোড়ো ক্যামিও, আর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—৬/৩৫; রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল বাংলাদেশ। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ২০৭ রানে তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে
১৪ ঘণ্টা আগে