Ajker Patrika

মেসির জার্সি তুলে রাখার পরামর্শ দিলেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮: ১২
Thumbnail image

ফুটবলের ইতিহাসে জার্সি তুলে রাখার প্রথা নতুন নয়। টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে নাপোলির ইতিহাস বদলে দেওয়া দিয়েগো ম্যারাডোনার নাপোলির জার্সিও অবসরে পাঠানো হয়েছে। এবার লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও তুলে রাখার কথা বললেন আরেক কিংবদন্তি রোনালদিনহো।

৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মেসির আরও পাঁচ বছর বার্সায় থাকা একরকম নিশ্চিত। সাবেক বার্সা তারকা রোনালদিনহোও মনে করেন, মেসি বার্সাতেই থাকবেন। সে সঙ্গে মেসির অবসরের পর বার্সেলোনাকে তার ১০ নম্বর জার্সিটি তুলে রাখার পরামর্শ দিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

রোনালদিনহোর মতে, বার্সার জার্সিতে মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা আর কেউ স্পর্শ করতে পারবে না। রোনালদিনহো বলেছেন, ‘মেসি বার্সাতেই থাকবে। যখন সে অবসর নেবে (আমি আশা করি খুব শিগগির সে অবসর নেবে না), আর যখন সে তার ১০ নম্বর জার্সি ছেড়ে যাবে, এরপর আর কেউ সেটি গায়ে জড়াবে না।’

উল্লেখ্য, ২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে বিদায়ের আগ পর্যন্ত বার্সার ১০ নম্বর জার্সিটি ছিল রোনালদিহোর গায়েই। পরে সে জার্সি ওঠে মেসির গায়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত