ফুটবলের ইতিহাসে জার্সি তুলে রাখার প্রথা নতুন নয়। টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে নাপোলির ইতিহাস বদলে দেওয়া দিয়েগো ম্যারাডোনার নাপোলির জার্সিও অবসরে পাঠানো হয়েছে। এবার লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও তুলে রাখার কথা বললেন আরেক কিংবদন্তি রোনালদিনহো।
৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মেসির আরও পাঁচ বছর বার্সায় থাকা একরকম নিশ্চিত। সাবেক বার্সা তারকা রোনালদিনহোও মনে করেন, মেসি বার্সাতেই থাকবেন। সে সঙ্গে মেসির অবসরের পর বার্সেলোনাকে তার ১০ নম্বর জার্সিটি তুলে রাখার পরামর্শ দিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহোর মতে, বার্সার জার্সিতে মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা আর কেউ স্পর্শ করতে পারবে না। রোনালদিনহো বলেছেন, ‘মেসি বার্সাতেই থাকবে। যখন সে অবসর নেবে (আমি আশা করি খুব শিগগির সে অবসর নেবে না), আর যখন সে তার ১০ নম্বর জার্সি ছেড়ে যাবে, এরপর আর কেউ সেটি গায়ে জড়াবে না।’
উল্লেখ্য, ২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে বিদায়ের আগ পর্যন্ত বার্সার ১০ নম্বর জার্সিটি ছিল রোনালদিহোর গায়েই। পরে সে জার্সি ওঠে মেসির গায়ে।
ফুটবলের ইতিহাসে জার্সি তুলে রাখার প্রথা নতুন নয়। টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে নাপোলির ইতিহাস বদলে দেওয়া দিয়েগো ম্যারাডোনার নাপোলির জার্সিও অবসরে পাঠানো হয়েছে। এবার লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও তুলে রাখার কথা বললেন আরেক কিংবদন্তি রোনালদিনহো।
৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মেসির আরও পাঁচ বছর বার্সায় থাকা একরকম নিশ্চিত। সাবেক বার্সা তারকা রোনালদিনহোও মনে করেন, মেসি বার্সাতেই থাকবেন। সে সঙ্গে মেসির অবসরের পর বার্সেলোনাকে তার ১০ নম্বর জার্সিটি তুলে রাখার পরামর্শ দিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহোর মতে, বার্সার জার্সিতে মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা আর কেউ স্পর্শ করতে পারবে না। রোনালদিনহো বলেছেন, ‘মেসি বার্সাতেই থাকবে। যখন সে অবসর নেবে (আমি আশা করি খুব শিগগির সে অবসর নেবে না), আর যখন সে তার ১০ নম্বর জার্সি ছেড়ে যাবে, এরপর আর কেউ সেটি গায়ে জড়াবে না।’
উল্লেখ্য, ২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে বিদায়ের আগ পর্যন্ত বার্সার ১০ নম্বর জার্সিটি ছিল রোনালদিহোর গায়েই। পরে সে জার্সি ওঠে মেসির গায়ে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৭ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে