Ajker Patrika

২৫ রুমের বিলাসবহুল বাড়িসহ নেইমারের যত দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০: ৩২
২৫ রুমের বিলাসবহুল বাড়িসহ নেইমারের যত দাবি

দক্ষিণ আমেরিকা, ইউরোপ পর্ব শেষে নেইমারের মধ্যপ্রাচ্য পর্ব শুরু হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা এখন আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তাঁর মোটা অঙ্কের টাকার চুক্তি হয়েছে।

আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন। বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও গরম হওয়ার জন্য এক বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন। ৯টি গাড়িও চেয়েছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের জন্য যাবতীয় সব খরচ বহন করতে আল হিলালের কাছে দাবি করেছেন।

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এবার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৩ হাজার ৫৮৩ কোটি ১৯ লাখ টাকা) পাবেন নেইমার। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো (১ হাজার ৭৯১ কোটি ৫৯ লাখ টাকা) পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো (৩৫৮ কোটি ৩২ লাখ টাকা) পাবেন তিনি।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত