দক্ষিণ আমেরিকা, ইউরোপ পর্ব শেষে নেইমারের মধ্যপ্রাচ্য পর্ব শুরু হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা এখন আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তাঁর মোটা অঙ্কের টাকার চুক্তি হয়েছে।
আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন। বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও গরম হওয়ার জন্য এক বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন। ৯টি গাড়িও চেয়েছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের জন্য যাবতীয় সব খরচ বহন করতে আল হিলালের কাছে দাবি করেছেন।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এবার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৩ হাজার ৫৮৩ কোটি ১৯ লাখ টাকা) পাবেন নেইমার। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো (১ হাজার ৭৯১ কোটি ৫৯ লাখ টাকা) পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো (৩৫৮ কোটি ৩২ লাখ টাকা) পাবেন তিনি।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।
দক্ষিণ আমেরিকা, ইউরোপ পর্ব শেষে নেইমারের মধ্যপ্রাচ্য পর্ব শুরু হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা এখন আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তাঁর মোটা অঙ্কের টাকার চুক্তি হয়েছে।
আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন। বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও গরম হওয়ার জন্য এক বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন। ৯টি গাড়িও চেয়েছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের জন্য যাবতীয় সব খরচ বহন করতে আল হিলালের কাছে দাবি করেছেন।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২ হাজার ৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এবার ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৩ হাজার ৫৮৩ কোটি ১৯ লাখ টাকা) পাবেন নেইমার। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো (১ হাজার ৭৯১ কোটি ৫৯ লাখ টাকা) পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো (৩৫৮ কোটি ৩২ লাখ টাকা) পাবেন তিনি।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। এরপর ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে