Ajker Patrika

পাঁচ দিন কেন কেঁদেছিলেন নেইমার

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫: ৩৫
পাঁচ দিন কেন কেঁদেছিলেন নেইমার

সময়টা গত কয়েক মাস ধরে ভালো যাচ্ছে না নেইমারের। দুঃখ যেন তাঁর নিত্যসঙ্গী। এক ঘটনার কথা মনে পড়লে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২২ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। নেইমারের গোলে ব্রাজিল এগিয়ে যায়। এরপর ক্রোয়েশিয়া আবারও ঘুরে দাঁড়ায়। ১-১ গোলে সমাপ্ত হওয়া মূল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে সেখানেই থেমে যায় ব্রাজিলের হেস্কা অভিযান। রদ্রিগোর শট গোলবারে লেগে মিস হলে ব্রাজিল দল কান্নায় ভেঙে পড়ে।

কাতার বিশ্বকাপের পর পেরিয়ে গেছে সাত মাস। তবু এ ঘটনা আজও ভুলতে পারছেন না নেইমার। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় সাংবাদিক কাসিমিরো মিগুয়েলের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি টানা পাঁচ দিন কেঁদেছি। স্বপ্নভঙ্গ হলে তা খুব কষ্ট দেয়। গোলশূন্য অবস্থায় থেকে পেনাল্টিতে হারা আমি মেনে নেব। কিন্তু প্রথমে গোল করব, তারপর গোল হজম করে পেনাল্টিতে হারা মেনে নেওয়া কষ্টকর।’

কারও বাজে সময় গেলে তাঁর পরিবারের ওপর স্বাভাবিকভাবেই সেই প্রভাব পড়ে। তেমনি নেইমারের দুঃখে ব্যথিত হয়েছিলও তাঁর পরিবার। এ কারণে প্রথমে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার চিন্তাভাবনা ব্রাজিলিয়ান এই ফুটবলার করলেও পরে চিন্তাভাবনা থেকে সরে এসেছেন। নেইমার বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপের পর আমি ফিরতে চাইনি (ব্রাজিল দলে)। কিন্তু আমি নতুন করে চিন্তাভাবনা করেছি। পরিবারকে কষ্ট পেতে দেখাও একটু কষ্টকর। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’ 

এ বছরের ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে এটাই তাঁর সর্বশেষ ম্যাচ। পিএসজিতে পরের মৌসুম থাকবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তবে ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে নেইমার ও পেলে। দুজনেই আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করেছেন। অন্যদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে সময়টা খারাপ যাচ্ছে ব্রাজিলের। মরক্কো, গিনি ও সেনেগাল—এই তিন দলের মধ্যে শুধু গিনির বিপক্ষে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত