Ajker Patrika

ব্রাজিলের রেফারির সঙ্গে ঝামেলা, শাস্তির আশঙ্কা মেসির

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১০: ২৬
রেফারিকে শাসিয়েছিলেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স
রেফারিকে শাসিয়েছিলেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার শাস্তি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে মারাত্মক ফাউল করেও যখন কার্ড পাননি, তখন ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে মেসিকে। সেই ঘটনার পর রেফারিকে শাসিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার কী বলেছিলেন, সেটা জানা গেছে অস্ট্রেলিয়ার ‘এসবিএস স্পোর্ট’ নামে একটি পোর্টালে। দারাঙ্কোকে মেসি নাকি সেদিন বলেছিলেন, ‘তুমি কাপুরুষ। আমি তোমাকে পছন্দ করি না।’ অন্যদিকে ডায়রিও এস নামের একটি পোর্টালের গত রাতের প্রতিবেদনে জানা গেছে, মেসি শাস্তিও পেতে পারেন।

ফিফার আইনেও বলা আছে, মাঠে ফুটবলাররা ভাষার অপপ্রয়োগ, বাজে ইঙ্গিত, বাজে আচরণের কারণে তাঁর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে। দারাঙ্কোকে কাপুরুষ বলে তাঁর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন মেসি। যদিও বোঝা যাচ্ছে না, আর্জেন্টিনার ফুটবলার কেমন শাস্তি পেতে পারেন। এর আগে এ বছরের সেপ্টেম্বরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলুশনের প্রধান কোচ ক্যালেব পোর্টার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার ডলার (২৩ লাখ ৯৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছিল। পোর্টারও তখন রেফারিকে নিয়ে কটুক্তি করেছিলেন।

মেসির সঙ্গে দারাঙ্গোর পরশু ঝামেলার শুরু ৩৩ মিনিটে। প্রথম দফা ফাউলের পর হলুদ কার্ড দেখানো হয়েছিল প্যারাগুয়ের ডিফেন্ডার আলদেরেতেকে। তবে আলদেরেতে ভুল থেকে শিক্ষা না নিয়ে কিছুক্ষণ পর আরেকবার ফাউল। তাঁর (আলদেরেতে) দ্বিতীয় ফাউলের শিকার হয়েছিলেন মেসি। দ্বিতীয়বার আলদেরেতে হলুদ কার্ড দেখলেই দুই হলুদ কার্ডের মাধ্যমে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতেন। তবে সেটা হয়নি। বেঁচে যাওয়া এই আলদেরেতে ৪৭ মিনিটে করেছিলেন ম্যাচের জয়সূচক গোল। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল প্যারাগুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত