সেভিয়ার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের গত রাতের ম্যাচটি কাগজে কলমে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। লুইস সুয়ারেজের জন্য অবশ্য বিষয়টা তেমন নয়। কারণ গতকালই আতলেতিকোর হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ১-১ গোলের নিষ্প্রাণ ড্রয়ের ম্যাচে চোখের জলে আতলেতিকোকে বিদায় জানিয়েছেন সুয়ারেজ।
দুই বছর আগে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছিলেন সুয়ারেজ। প্রথম বছরেই ২১ গোল করে আতলেতিকোকে লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন। এরপরের সময়টা ভালো কাটেনি তাঁর। ক্লাবও আর চুক্তি নবায়নের আগ্রহ দেখায়নি। তাই মৌসুম শেষে আতলেতিকো ছাড়তে হচ্ছে সুয়ারেজকে।
সেভিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচেও পুরো সময় মাঠে কাটাতে পারেননি সুয়ারেজ। ৬৫ মিনিটে ১-০ গোলে যখন দল এগিয়ে তখন সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে। এরপর সাইড বেঞ্চে বসে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তোয়ালায় মুখ লুকালেও চোখের জল আড়াল করতে পারেননি সুয়ারেজ।
বিদায়ী ম্যাচে সুয়ারেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আতলেতিকো সমর্থকেরা। তারা ব্যানারে লিখে এনেছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য লুইস তোমাকে ধন্যবাদ।’
সেভিয়ার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের গত রাতের ম্যাচটি কাগজে কলমে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। লুইস সুয়ারেজের জন্য অবশ্য বিষয়টা তেমন নয়। কারণ গতকালই আতলেতিকোর হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ১-১ গোলের নিষ্প্রাণ ড্রয়ের ম্যাচে চোখের জলে আতলেতিকোকে বিদায় জানিয়েছেন সুয়ারেজ।
দুই বছর আগে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছিলেন সুয়ারেজ। প্রথম বছরেই ২১ গোল করে আতলেতিকোকে লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন। এরপরের সময়টা ভালো কাটেনি তাঁর। ক্লাবও আর চুক্তি নবায়নের আগ্রহ দেখায়নি। তাই মৌসুম শেষে আতলেতিকো ছাড়তে হচ্ছে সুয়ারেজকে।
সেভিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচেও পুরো সময় মাঠে কাটাতে পারেননি সুয়ারেজ। ৬৫ মিনিটে ১-০ গোলে যখন দল এগিয়ে তখন সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে। এরপর সাইড বেঞ্চে বসে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তোয়ালায় মুখ লুকালেও চোখের জল আড়াল করতে পারেননি সুয়ারেজ।
বিদায়ী ম্যাচে সুয়ারেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আতলেতিকো সমর্থকেরা। তারা ব্যানারে লিখে এনেছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য লুইস তোমাকে ধন্যবাদ।’
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে