লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি এজেন্টে রায়ো ভায়েকানোতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান প্লেমেকার।
এই গ্রীষ্মে ব্রাজিলের সাও পাওলো ছাড়ার পর ক্লাবহীন ছিলেন রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী তারকা ভায়েকানোতে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে।
গত জুলাইয়ে কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগেজ। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
চলতি মৌসুমের লা লিগায় ৮ নম্বরে আছে ভায়েকানো। এই মৌসুমে একটি জয় ও একটি ড্র করেছে তারা। ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল ১৭ নম্বরে থেকে।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর একই পছর রিয়ালে যোগ দেন রদ্রিগেজ। ২০২০ সালে এভারটনে যোগ দেওয়ার আগে লস ব্লাঙ্কোসদের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। মাঝখানে ২০১৭-১৯ পর্যন্ত ধারে কাটান বায়ার্ন মিউনিখে।
এভারটনের সঙ্গে ২ বছরের চুক্তি করলেও ১২ মাস পর কাতারি ক্লাব আল রায়ানে যোগ দেন রদ্রিগেজ। গুডিসন পার্কে থাকতে ২৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২২ সালে গ্রীসের অলিম্পিয়াকোসে যোগ দেন এই তারকা ফুটবলার। গত বছরের নাম লেখান সাও পাওলো। রিয়ালের যোগ দেওয়ার আগে কলম্বিয়ার এনভিগাদো, আর্জেন্টিনার বেনফিল্ড, পর্তুগালের পোর্তো, ও ফ্রান্সের মোনাকোর জার্সিতেও দেখা গেছে তাঁকে। এই ‘ভবঘুরে’ তারকা আবারও ঘুরে নাম লেখালেন লা লিগায়।
লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি এজেন্টে রায়ো ভায়েকানোতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান প্লেমেকার।
এই গ্রীষ্মে ব্রাজিলের সাও পাওলো ছাড়ার পর ক্লাবহীন ছিলেন রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী তারকা ভায়েকানোতে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে।
গত জুলাইয়ে কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগেজ। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
চলতি মৌসুমের লা লিগায় ৮ নম্বরে আছে ভায়েকানো। এই মৌসুমে একটি জয় ও একটি ড্র করেছে তারা। ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল ১৭ নম্বরে থেকে।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর একই পছর রিয়ালে যোগ দেন রদ্রিগেজ। ২০২০ সালে এভারটনে যোগ দেওয়ার আগে লস ব্লাঙ্কোসদের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। মাঝখানে ২০১৭-১৯ পর্যন্ত ধারে কাটান বায়ার্ন মিউনিখে।
এভারটনের সঙ্গে ২ বছরের চুক্তি করলেও ১২ মাস পর কাতারি ক্লাব আল রায়ানে যোগ দেন রদ্রিগেজ। গুডিসন পার্কে থাকতে ২৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২২ সালে গ্রীসের অলিম্পিয়াকোসে যোগ দেন এই তারকা ফুটবলার। গত বছরের নাম লেখান সাও পাওলো। রিয়ালের যোগ দেওয়ার আগে কলম্বিয়ার এনভিগাদো, আর্জেন্টিনার বেনফিল্ড, পর্তুগালের পোর্তো, ও ফ্রান্সের মোনাকোর জার্সিতেও দেখা গেছে তাঁকে। এই ‘ভবঘুরে’ তারকা আবারও ঘুরে নাম লেখালেন লা লিগায়।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে