এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১০ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
৪২ মিনিট আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
২ ঘণ্টা আগে