ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে