এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং।
গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার।
কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড।
লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি।
নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।
লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৮ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৮ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৯ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৯ ঘণ্টা আগে