অবিশ্বাস্য হার! অ্যানফিল্ডে এমনভাবে লিভারপুল বিধ্বস্ত হবে হয়তো ম্যাচের আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি। এবারের প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে বেশ সামনের দিকে অলরেডরা। আর আটালান্টা? এই মৌসুমে সিরি আয় তাদের অবস্থান ছয়ে। আর এই ক্লাবের কাছে কিনা নিজেদের মাঠে ধরাশায়ী হলো লিভারপুল!
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। বিদায়ী মৌসুমে যে কোয়াড্রপল স্বপ্নের দিকে ছুটছিলেন, সেখানে বড় ধাক্কাই খেলেন জার্মান কোচ। এমন হারের পর ক্লপের কথা, ‘দুর্ভাগ্যবশত এই ম্যাচ নিয়ে ইতিবাচক কিছুই বলতে পারছি না।’
ফিরতি লেগে অন্তত ৪-০ গোলে না জিতলে ইউরোপা লিগ থেকে বিদায় নেবে লিভারপুল। আর সেটি হলে এই ম্যাচ হয়ে থাকবে অ্যানফিল্ডে ক্লপের ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে শেষ ম্যাচ। অবশ্য দলটি লিভারপুল বলেই অগ্রিম কোনো কিছু বলা কঠিন। কারণ, পিছিয়ে পড়েও অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প তাদের চেয়ে বেশি কে লিখেছে?
সেই আশায় বুক বাঁধতে পারেন ক্লপ। ম্যাচ শেষে সে কথাই বললেন লিভারপুল কোচ, ‘সত্যিই খুব খারাপ লাগছে। আমরা খুব বাজে খেলেছি। খুবই খারাপ পারফরম্যান্স। এ কারণে আমরা হেরেছি। আটালান্টা কার্যত পার হয়ে গেছে। দ্বিতীয় লেগে আমাদের অনুধাবন করতে হবে তারা সেটি পারেনি এবং আমাদের ভিন্ন পর্যায়ের খেলতে হবে এবং আমরা আরেকটি সুযোগ পাব।’
গত রাতে লিভারপুলকে ভুগিয়েছেন একজন—জিয়ানুলুকা স্কামাক্কা। এই ইতালিয়ানের জোড়া গোলে বড় জয় পেয়েছে আটালান্টা। ৩৮ মিনিটে নিজের প্রথম গোল করেন স্কামাক্কা, দ্বিতীয় গোলটি করেন ৬০ মিনিটে। ৮৩ মিনিটে আটালান্টার তৃতীয় গোলটি করেন মারিও পাসালিচ।
প্রধান কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে যুগ্মভাবে এটিই লিভারপুলের বড় হার। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ৩-০ এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৫-২ ব্যবধানে হেরেছিল অলরেডরা। দুটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে গত রাতে জিয়ানলুকা মানচিনির একমাত্র গোলে ঘরের মাঠ সান সিরোতে ১-০ গোলে হেরেছে এসি মিলান। বেনফিকা নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। পর্তুগিজ ক্লাবটির হয়ে গোল দুটি করেছেন রাফা সিলভা ও আনহেল দি মারিয়া। বে অ্যারেনায় বেয়ার লেভারকুজেন ২-০ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে অক্ষত রেখেছে এ মৌসুমের নিজেদের জয়যাত্রা। শেষ আটের সব ম্যাচের ফিরতি লেগ হবে ১৮ এপ্রিল।
অবিশ্বাস্য হার! অ্যানফিল্ডে এমনভাবে লিভারপুল বিধ্বস্ত হবে হয়তো ম্যাচের আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি। এবারের প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে বেশ সামনের দিকে অলরেডরা। আর আটালান্টা? এই মৌসুমে সিরি আয় তাদের অবস্থান ছয়ে। আর এই ক্লাবের কাছে কিনা নিজেদের মাঠে ধরাশায়ী হলো লিভারপুল!
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। বিদায়ী মৌসুমে যে কোয়াড্রপল স্বপ্নের দিকে ছুটছিলেন, সেখানে বড় ধাক্কাই খেলেন জার্মান কোচ। এমন হারের পর ক্লপের কথা, ‘দুর্ভাগ্যবশত এই ম্যাচ নিয়ে ইতিবাচক কিছুই বলতে পারছি না।’
ফিরতি লেগে অন্তত ৪-০ গোলে না জিতলে ইউরোপা লিগ থেকে বিদায় নেবে লিভারপুল। আর সেটি হলে এই ম্যাচ হয়ে থাকবে অ্যানফিল্ডে ক্লপের ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে শেষ ম্যাচ। অবশ্য দলটি লিভারপুল বলেই অগ্রিম কোনো কিছু বলা কঠিন। কারণ, পিছিয়ে পড়েও অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প তাদের চেয়ে বেশি কে লিখেছে?
সেই আশায় বুক বাঁধতে পারেন ক্লপ। ম্যাচ শেষে সে কথাই বললেন লিভারপুল কোচ, ‘সত্যিই খুব খারাপ লাগছে। আমরা খুব বাজে খেলেছি। খুবই খারাপ পারফরম্যান্স। এ কারণে আমরা হেরেছি। আটালান্টা কার্যত পার হয়ে গেছে। দ্বিতীয় লেগে আমাদের অনুধাবন করতে হবে তারা সেটি পারেনি এবং আমাদের ভিন্ন পর্যায়ের খেলতে হবে এবং আমরা আরেকটি সুযোগ পাব।’
গত রাতে লিভারপুলকে ভুগিয়েছেন একজন—জিয়ানুলুকা স্কামাক্কা। এই ইতালিয়ানের জোড়া গোলে বড় জয় পেয়েছে আটালান্টা। ৩৮ মিনিটে নিজের প্রথম গোল করেন স্কামাক্কা, দ্বিতীয় গোলটি করেন ৬০ মিনিটে। ৮৩ মিনিটে আটালান্টার তৃতীয় গোলটি করেন মারিও পাসালিচ।
প্রধান কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে যুগ্মভাবে এটিই লিভারপুলের বড় হার। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ৩-০ এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৫-২ ব্যবধানে হেরেছিল অলরেডরা। দুটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে গত রাতে জিয়ানলুকা মানচিনির একমাত্র গোলে ঘরের মাঠ সান সিরোতে ১-০ গোলে হেরেছে এসি মিলান। বেনফিকা নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। পর্তুগিজ ক্লাবটির হয়ে গোল দুটি করেছেন রাফা সিলভা ও আনহেল দি মারিয়া। বে অ্যারেনায় বেয়ার লেভারকুজেন ২-০ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে অক্ষত রেখেছে এ মৌসুমের নিজেদের জয়যাত্রা। শেষ আটের সব ম্যাচের ফিরতি লেগ হবে ১৮ এপ্রিল।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে