ক্রীড়া ডেস্ক
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে