ক্রীড়া ডেস্ক
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
৯ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
১১ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
১৫ ঘণ্টা আগে