নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
সকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণের জোয়ার তোলে বসুন্ধরা কিংস। ৬ মিনিটেই উৎসবের উপলক্ষ পায় তারা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। জার্সি দিয়ে বল মোড়ানোর উদ্যাপন বলে দেয় বাবা হতে যাচ্ছেন তিনি।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে আবাহনী। তাই খুব একটা বেশি সময় এগিয়ে থাকার সুযোগ পায়নি বসুন্ধরা। ১৫ মিনিটে এমেকা ওগবুহর চুলচেরা ক্রস তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় মোহাম্মদ ইব্রাহিমকে। আলতো টোকায় ইব্রাহিম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে কোনো ভুল করেননি।
দুই দল এরপর চেষ্টা করেও সেভাবে কোনো আক্রমণ সাজাতে পারেনি। উল্টো এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এ ঘটনায় হলুদ কার্ড পেয়েছেন বসুন্ধরার রিমন হোসেন ও শাকিল এবং আবাহনীর মিরাজুল।
১-১ সমতায় বিরতির পর অঝোরে নামতে থাকে বৃষ্টি। তবু দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন রেফারি। কিন্তু এক মিনিটের বেশি খেলা চালাতে পারেননি তিনি। সুযোগ পেয়ে সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে ঢুকে গা ভাসান বৃষ্টিতে।
সকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণের জোয়ার তোলে বসুন্ধরা কিংস। ৬ মিনিটেই উৎসবের উপলক্ষ পায় তারা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। জার্সি দিয়ে বল মোড়ানোর উদ্যাপন বলে দেয় বাবা হতে যাচ্ছেন তিনি।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে আবাহনী। তাই খুব একটা বেশি সময় এগিয়ে থাকার সুযোগ পায়নি বসুন্ধরা। ১৫ মিনিটে এমেকা ওগবুহর চুলচেরা ক্রস তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় মোহাম্মদ ইব্রাহিমকে। আলতো টোকায় ইব্রাহিম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে কোনো ভুল করেননি।
দুই দল এরপর চেষ্টা করেও সেভাবে কোনো আক্রমণ সাজাতে পারেনি। উল্টো এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এ ঘটনায় হলুদ কার্ড পেয়েছেন বসুন্ধরার রিমন হোসেন ও শাকিল এবং আবাহনীর মিরাজুল।
১-১ সমতায় বিরতির পর অঝোরে নামতে থাকে বৃষ্টি। তবু দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন রেফারি। কিন্তু এক মিনিটের বেশি খেলা চালাতে পারেননি তিনি। সুযোগ পেয়ে সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে ঢুকে গা ভাসান বৃষ্টিতে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২১ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩১ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে