মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’
মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
১ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৪ ঘণ্টা আগে