Ajker Patrika

বিপক্ষ দলের জালে এভাবে ১০ গোল দিল জার্মান-ডাচরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০৩
বিপক্ষ দলের জালে এভাবে ১০ গোল দিল জার্মান-ডাচরা

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। 

নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের। 

ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা।  ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ। 

উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।     

বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়ে নেশনস লিগে দুর্দান্ত শুরু করল নেদারল্যান্ডস।ছবি: এএফপিফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স। 
 
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত