ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৯ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৯ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
১০ ঘণ্টা আগে