Ajker Patrika

মুর্শেদী সরলেন, সালাউদ্দিন এলেন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৩: ১৭
মুর্শেদী সরলেন, সালাউদ্দিন এলেন

পেশাদার লিগ কমিটির প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন বাফুফে জৈষ্ঠ্য সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। গতকাল আনুষ্ঠানিকভাবে সেই পদ সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দিলেন ১৪ বছর এই দায়িত্বে থাকা সালাম মুর্শেদী। 

বাফুফের কার্যনির্বাহীর চতুর্থ সভা শেষে পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন সালাম মুর্শেদী। বিপিএল ফুটবলে পাঁচ বিদেশী অন্তর্ভুক্তিকরন, এএফসি লাইসেন্স ছাড়া ক্লাবগুলোকে বিপিএলে খেলতে না দেওয়া, ঢাকা মহানগরী লিগ কমিটির নাম পরিবর্তন করে মেট্রোপলিস লিগ কমিটি করা ও তাদের ব্যাংক হিসাব বাফুফের হিসাবের সঙ্গে একত্রীকরণ সহ বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে গতকালকের সভায়। সভা শেষে ১৪ বছরের দায়িত্বে নিজেকে সফল দাবি করে সালাম মুর্শেদী বলেছেন, ‘সবার সহযোগিতাতে আমি ১৩ টি লিগ শেষ করতে পেরেছি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ।’

 দায়িত্ব ছাড়ার পেছনে রাজনৈতিক ও ব্যবসায়িক কারণকে সামনে টানলেও ফুটবল মহলে খবর অনেকটা জোর করেই সরিয়ে দেওয়া হয়েছে সালাম মুর্শেদী। সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর তাঁর এড়িয়ে যাওয়ার চেষ্টা ইঙ্গিত করে সেটাই। বাফুফের দায়িত্বের পাশাপাশি পেশাদার লিগ কমিটির দায়িত্ব নিয়ে কাজী সালাউদ্দিন কিছু না বললেও এতটুকু জানিয়েছেন পেশাদার লিগের জন্য দ্বি-স্তরের কমিটি করতে চান তিনি। পরিকল্পনা কমিটির দায়িত্বে থাকবেন সভাপতি স্বয়ং, সঙ্গে থাকবেন চার সহসভাপতি। দ্বিতীয় স্তরে থাকবে বাস্তবায়ন কমিটি যার  দায়িত্বে থাকবেন ৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত