Ajker Patrika

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা এখন আরও ক্ষুধার্ত

ক্রীড়া ডেস্ক    
কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার উদযাপন। ছবি: এএফপি
কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার উদযাপন। ছবি: এএফপি

আবারও সেই রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার আরও একটি শিরোপা জয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে এবার জিতল কোপা দেল রের শিরোপা। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার লক্ষ্য এবার ট্রেবল জয়।

এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সাড়ে তিন মাসে রিয়ালকে হারিয়ে দুটি শিরোপা জয়ের পর কাতালানদের আত্মবিশ্বাস এখন তু্ঙ্গে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—এই দুই শিরোপা জিতলে তারা জিতবে ট্রেবল। সেই লক্ষ্য অর্জনে পাড়ি দিতে হবে অনেক বড় পথ।

ট্রেবল জয়ের যাত্রাটা দীর্ঘ হলেও একটা (কোপা দেল রে) পাওয়ার পর অনেক ক্ষুধার্ত হয়ে উঠেছে বার্সেলোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘এখন অবশ্যই আমরা উদ্‌যাপন করব। এরপর অবশ্যই আমাদের বিশ্রাম নিতে হবে। প্রচুর বিশ্রামের দরকার। ট্রেবল জয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে এটা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

কোপা দেল রের ফাইনালে গত রাতে ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭০ ও ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েঁ চুয়ামেনির জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।২-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালকে হারানো যাবে, সেটা হয়তো বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা কল্পনা করতে পারেননি। কারণ, পিছিয়ে থেকেই রিয়াল যেখানে ম্যাচ জিততে পটু, এগিয়ে থাকা অবস্থায় তাদের হারাবে কে? এখানেই জাদু দেখাল বার্সেলোনা। ৮৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ২-২ গোলে সমতা হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে করেন জয়সূচক গোল। এভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনার পারফরম্যান্স দেখে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘তাদের পারফরম্যান্স দেখে সত্যিই আমি গর্বিত। তারা যেভাবে খেলেছে, সত্যিই অসাধারণ। তারা যা করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা কখনো হাল ছাড়ে না।’

এ বছরের ১২ জানুয়ারি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে প্রতিশোধ নেওয়ার সুযোগ রিয়ালের সামনে তৈরি হয়েছিল ঠিকই। তবে সেখান থেকে রূপকথার গল্প লিখে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আরও একটি এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচ জেতা সত্যিই বিশেষ কিছু। আমার খেলোয়াড়দের নিয়ে খুশি। গ্যালারিতে থাকা হাজারো ভক্ত-সমর্থকদের এটা প্রাপ্য।’

ট্রেবলের আশা বাঁচিয়ে রাখতে হলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানকে হারাতে হবে বার্সেলোনার। এস্তাদি অলিম্পিকো লুইস কোম্পানিজ স্টেডিয়ামে বুধবার সেমির প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা-ইন্টার মিলান। ৬ মে হবে দ্বিতীয় লেগ। আর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথেও অনেকটা এগিয়ে বার্সা। ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় ম্যাচ বাকি পাঁচটা করে। ৭৬ ও ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে বার্সা ও রিয়াল। লিগে বার্সার পরের ম্যাচ ৩ মে ভায়াদোলিদের বিপক্ষে। ১১ মে ফিরতি এল ক্লাসিকো (বার্সা-রিয়াল) হবে বার্সার মাঠে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত