বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১৩ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে