Ajker Patrika

রোনালদো জবাবটা দিলেন রোনালদোর মতো করেই

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২: ৪৬
রোনালদো জবাবটা দিলেন রোনালদোর মতো করেই

সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল রাতে এক ফেসবুক পোস্টে পর্তুগিজ তারকা নিজেই সবকিছু পরিষ্কার করেছেন। পোস্টের প্রতিটি ব্যাকেই স্বভাবসুলভ রোনালদোকেই দেখা গেছে। 

সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলের দলবদলে অনেক আলোচনা হচ্ছে রোনালদোকে ঘিরে। বিষয়টি নিয়ে কিছুটা ক্ষোভই ঝেড়েছেন সাবেক রিয়াল তারকা। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কম কথা বলা আর কাজের দিকে লক্ষ্য ঠিক রাখা—ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার আদর্শ। যা হোক, সম্প্রতি যা বলা হয়েছে আর লেখা হয়েছে, সবকিছু বিবেচনা করে আমাকে আমার অবস্থান নির্ধারণ করতে হবে। 

রোনালদো মনে করেন এসব গুজব তাঁর জন্য যেমন অসম্মানজনক, একই সঙ্গে যারা ছড়িয়েছে তাদের জন্যও। এ প্রসঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড লিখেছেন, ‘একজন মানুষ এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এসব গুজব অসম্মানের চেয়েও বেশি। যারা এসব গুজবে জড়িত, সেই সব ক্লাব, তাদের খেলোয়াড় এবং স্টাফদের জন্যও এটা অসম্মানজনক।’ 

রোনালদোর সাবেক ক্লাব রিয়ালে তাঁর ফেরা নিয়েও কথা হচ্ছে। এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রিয়ালকে নিয়ে রোনালদোর মূল্যায়ন, ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা আছে। সবকিছুই সংরক্ষিত হয়ে আছে সেখানে। পরিসংখ্যান, ট্রফি আর শিরোনামে সব রেকর্ড হয়ে আছে। বার্নাব্যুর স্টেডিয়ামের জাদুঘরে এবং রিয়ালের সব সমর্থকের হৃদয়েও সব গেঁথে আছে। এসবের বাইরেও গত ৯ বছরে রিয়ালের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠছে, সেটি শ্রদ্ধার সম্পর্ক, যা আজও আমি ধরে রেখেছি এবং আমি সেটা আজও লালন করব। আমি জানি সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে, আমিও হৃদয়েই রাখব তাদের।’ 

রোনালদো মনে করেন, যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, কেউই আসল সত্যটা জানার চেষ্টা করছে না। এসব নিয়ে তিনি কিছুটা বিব্রত হলেও খুব বেশি পাত্তাও দিচ্ছেন না। রোনালদো পোস্টের শেষাংশে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিগের ক্লাবগুলো আমাকে দলে টানা নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম খবর প্রকাশ করেছে। তবে কেউই সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে না। আমার নাম নিয়ে আর কাউকে খেলতে দেব না বলেই মুখ খুলছি আমি। কাজ আর ক্যারিয়ারেই এখন পূর্ণ মনোযোগ আমার, সামনের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। আর বাকি সব অর্থহীন।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত