সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল রাতে এক ফেসবুক পোস্টে পর্তুগিজ তারকা নিজেই সবকিছু পরিষ্কার করেছেন। পোস্টের প্রতিটি ব্যাকেই স্বভাবসুলভ রোনালদোকেই দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলের দলবদলে অনেক আলোচনা হচ্ছে রোনালদোকে ঘিরে। বিষয়টি নিয়ে কিছুটা ক্ষোভই ঝেড়েছেন সাবেক রিয়াল তারকা। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কম কথা বলা আর কাজের দিকে লক্ষ্য ঠিক রাখা—ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার আদর্শ। যা হোক, সম্প্রতি যা বলা হয়েছে আর লেখা হয়েছে, সবকিছু বিবেচনা করে আমাকে আমার অবস্থান নির্ধারণ করতে হবে।
রোনালদো মনে করেন এসব গুজব তাঁর জন্য যেমন অসম্মানজনক, একই সঙ্গে যারা ছড়িয়েছে তাদের জন্যও। এ প্রসঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড লিখেছেন, ‘একজন মানুষ এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এসব গুজব অসম্মানের চেয়েও বেশি। যারা এসব গুজবে জড়িত, সেই সব ক্লাব, তাদের খেলোয়াড় এবং স্টাফদের জন্যও এটা অসম্মানজনক।’
রোনালদোর সাবেক ক্লাব রিয়ালে তাঁর ফেরা নিয়েও কথা হচ্ছে। এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রিয়ালকে নিয়ে রোনালদোর মূল্যায়ন, ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা আছে। সবকিছুই সংরক্ষিত হয়ে আছে সেখানে। পরিসংখ্যান, ট্রফি আর শিরোনামে সব রেকর্ড হয়ে আছে। বার্নাব্যুর স্টেডিয়ামের জাদুঘরে এবং রিয়ালের সব সমর্থকের হৃদয়েও সব গেঁথে আছে। এসবের বাইরেও গত ৯ বছরে রিয়ালের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠছে, সেটি শ্রদ্ধার সম্পর্ক, যা আজও আমি ধরে রেখেছি এবং আমি সেটা আজও লালন করব। আমি জানি সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে, আমিও হৃদয়েই রাখব তাদের।’
রোনালদো মনে করেন, যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, কেউই আসল সত্যটা জানার চেষ্টা করছে না। এসব নিয়ে তিনি কিছুটা বিব্রত হলেও খুব বেশি পাত্তাও দিচ্ছেন না। রোনালদো পোস্টের শেষাংশে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিগের ক্লাবগুলো আমাকে দলে টানা নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম খবর প্রকাশ করেছে। তবে কেউই সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে না। আমার নাম নিয়ে আর কাউকে খেলতে দেব না বলেই মুখ খুলছি আমি। কাজ আর ক্যারিয়ারেই এখন পূর্ণ মনোযোগ আমার, সামনের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। আর বাকি সব অর্থহীন।’
সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল রাতে এক ফেসবুক পোস্টে পর্তুগিজ তারকা নিজেই সবকিছু পরিষ্কার করেছেন। পোস্টের প্রতিটি ব্যাকেই স্বভাবসুলভ রোনালদোকেই দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলের দলবদলে অনেক আলোচনা হচ্ছে রোনালদোকে ঘিরে। বিষয়টি নিয়ে কিছুটা ক্ষোভই ঝেড়েছেন সাবেক রিয়াল তারকা। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কম কথা বলা আর কাজের দিকে লক্ষ্য ঠিক রাখা—ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমার আদর্শ। যা হোক, সম্প্রতি যা বলা হয়েছে আর লেখা হয়েছে, সবকিছু বিবেচনা করে আমাকে আমার অবস্থান নির্ধারণ করতে হবে।
রোনালদো মনে করেন এসব গুজব তাঁর জন্য যেমন অসম্মানজনক, একই সঙ্গে যারা ছড়িয়েছে তাদের জন্যও। এ প্রসঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড লিখেছেন, ‘একজন মানুষ এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এসব গুজব অসম্মানের চেয়েও বেশি। যারা এসব গুজবে জড়িত, সেই সব ক্লাব, তাদের খেলোয়াড় এবং স্টাফদের জন্যও এটা অসম্মানজনক।’
রোনালদোর সাবেক ক্লাব রিয়ালে তাঁর ফেরা নিয়েও কথা হচ্ছে। এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রিয়ালকে নিয়ে রোনালদোর মূল্যায়ন, ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা আছে। সবকিছুই সংরক্ষিত হয়ে আছে সেখানে। পরিসংখ্যান, ট্রফি আর শিরোনামে সব রেকর্ড হয়ে আছে। বার্নাব্যুর স্টেডিয়ামের জাদুঘরে এবং রিয়ালের সব সমর্থকের হৃদয়েও সব গেঁথে আছে। এসবের বাইরেও গত ৯ বছরে রিয়ালের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠছে, সেটি শ্রদ্ধার সম্পর্ক, যা আজও আমি ধরে রেখেছি এবং আমি সেটা আজও লালন করব। আমি জানি সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে, আমিও হৃদয়েই রাখব তাদের।’
রোনালদো মনে করেন, যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, কেউই আসল সত্যটা জানার চেষ্টা করছে না। এসব নিয়ে তিনি কিছুটা বিব্রত হলেও খুব বেশি পাত্তাও দিচ্ছেন না। রোনালদো পোস্টের শেষাংশে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিগের ক্লাবগুলো আমাকে দলে টানা নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম খবর প্রকাশ করেছে। তবে কেউই সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে না। আমার নাম নিয়ে আর কাউকে খেলতে দেব না বলেই মুখ খুলছি আমি। কাজ আর ক্যারিয়ারেই এখন পূর্ণ মনোযোগ আমার, সামনের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। আর বাকি সব অর্থহীন।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১৬ মিনিট আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
৪৩ মিনিট আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগেকদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১৪ ঘণ্টা আগে