Ajker Patrika

মেসিকে বার্সায় ফেরাতে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩২
Thumbnail image

কিছুদিন আগে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছেন বার্সেলোনায় ফিরবেন না লিও। আর্জেন্টাইন জাদুকরের বাবার কথায় অনেকে হতাশ হলেও এখনই হাল ছাড়ছেন না জাভি হার্নান্দেজ।

মেসিকে আবারও বার্সায় ফেরানোর বিষয়ে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন জাভি। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বার্সা কোচ। তিনি বলেছেন,‘আগেও বলেছি এটা তার বাড়ি এবং তার জন্য দরজা সব সময় খোলা থাকবে। সে আমার বন্ধু। আমরা যোগাযোগের মধ্যেই আছি।’

তবে মেসির ফিরে আসার সিদ্ধান্ত তাঁর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাভি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন,‘এটা তার ওপর নির্ভর করবে। সে ভবিষ্যতে কি করতে চায় তার ওপর। এটা তার বাড়ি কোনো সন্দেহ নেই। আর ইতিহাসের সেরা ফুটবলার সব সময়ই এ ক্লাবের সঙ্গে মানানসই।’

এখন দেখার বিষয় প্রিয় বন্ধুর কথায় আবারও কাতালান ক্লাবে ফিরে আসবেন কিনা মেসি। এ মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হবে তাঁর দুই বছরের চুক্তি। নতুন করে চুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও সমঝোতায় আসতে পারেনি কেউই।

এমনটিই গুঞ্জন উঠেছে যে পিএসজির সঙ্গে আর নতুন করে চুক্তি করবেন না মেসি। ফ্রান্সের গণমাধ্যম লেকিপে তাদের প্রতিবেদনে তেমনি আভাসও দিয়েছেন। গত সপ্তাহ সংবাদমাধ্যমটি জানিয়েছে, সময় যত অতিবাহিত হচ্ছে এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা তত অনিশ্চিতের পথে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত