Ajker Patrika

জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে

জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে

প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। সে অনুযায়ী নিজেদের তৈরিও করেন তাঁরা। কিলিয়ান এমবাপ্পেও সে স্বপ্ন নিয়ে ফুটবলার হয়েছেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপও জিতেছেন। নিজেকে পরিণত করেছেন ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। অথচ সেই এমবাপ্পে কিনা গত বছর আগে হতাশায় ফ্রান্সের হয়ে খেলা ছাড়তে চেয়েছিলেন। এমনটি জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। 

নোয়েল লে গ্রেট জানান ঘটনাটি ২০২০ সালের ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর। তিনি বলেছেন, ‘ইউরো শেষ হওয়ার পর তার সঙ্গে দেখা করি। তখন সে খুব রাগান্বিত ও হতাশ ছিল। সে অনুভব করছিল যে, পেনাল্টি মিসের জন্য গণমাধ্যমে তার অনেক সমালোচনা হলো কিন্তু ফেডারেশন তার পাশে দাঁড়াল না। তাই জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলতে চাচ্ছিল না।’ 

এর আগে ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছিলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে কখনো এক ইউরো নিইনি। সব সময় দলের হয়ে বিনা মূল্যে খেলব। সর্বোপরি, কখনোই দলের সমস্যা হতে চাইনি। কিন্তু যে মুহূর্তে অনুভব করলাম আমি একটি সমস্যা হয়ে উঠেছি এবং সমর্থকেরাও এটা অনুভব করছিল। বার্তা পেয়েছিলাম যে আমাকে ছাড়া দল জয়ী হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, যদি আমাকে ছাড়া দল সুখী হতে পারে তাহলে চলে যাব।’ 

তবে সেই সব সমস্যা দূর করে এখন কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমবাপ্পে। এখন পর্যন্ত ২৩ বছর বয়সী এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৭ ম্যাচে ২৭ গোল করেছেন। প্যারিস সেন্ট জার্মেই তারকা বর্তমানে ক্লাব ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত