Ajker Patrika

ফিক্সিংয়ের দায়ে কড়া শাস্তি পেল আরামবাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিক্সিংয়ের দায়ে কড়া শাস্তি পেল আরামবাগ 

২০১৯ সালের ক্যাসিনো কেলেঙ্কারি। এরপর প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমন। দুই ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ধাক্কায় টালমাটাল আরামবাগ ক্রীড়া সংঘ। অনলাইন বেটিং বা স্পট ফিক্সিংয়ের দায়ে আগামী দুই মৌসুম আরামবাগকে প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

গত বছরের ডিসেম্বরে ডাগআউটে ফোন ব্যবহার করে সন্দেহের জন্ম দেন আরামবাগের ততকালীন ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য। আরামবাগসহ এবারের লিগ থেকে অবনমন হওয়া আরেক দল ব্রাদার্স ইউনিয়নের পাঁচটি ম্যাচ ছিল সন্দেহের আওতায়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছিল বাফুফেকে। 

অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। এক মাসের মধ্যে এই টাকা জমা দিতে হবে ক্লাবকে। আগামী দুই মৌসুম আরামবাগকে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগে। উন্নতি হলেও আরামবাগকে খেলতে হবে প্রথম বিভাগেই। যদি প্রথম বিভাগেও অবনমন হয় তাহলে দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের। 

শাস্তি পেয়েছেন আরামবাগের সাবেক কর্মকর্তারাও। আজীবন নিষিদ্ধ হয়েছেন দলটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন। ভারতীয় ফিটনেস ট্রেনার সঞ্জয় বোস, ভারতীয় এজেন্ট আজিজুল হক নিষিদ্ধ হয়েছেন ১০ বছরের জন্য। ক্লাবের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচ বছরের জন্য। 

এক অস্ট্রেলিয়ানসহ তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরামবাগের আট ফুটবলার। নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফারসহ দুই বছরের জন্য সব ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন পাঁচ ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত