Ajker Patrika

আতসু এখনো নিখোঁজ তবে পাওয়া গেছে তাঁর জুতা

আতসু এখনো নিখোঁজ তবে পাওয়া গেছে তাঁর জুতা

তুরস্কে এখনো উদ্ধার কাজ চলছে। তবে ৯ দিন পেরিয়ে গেলেও ক্রিস্টিয়ান আতসুর এখনো খোঁজ মেলেনি। এমনটিই জানিয়েছেন ঘানাইয়ান ফুটবলারের বন্ধু ও এজেন্ট নানা সেকেরে। আতসুকে পাওয়া না গেলেও তাঁর দুই জোড়া জুতা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। 

দ্য অ্যাথলেটিক সেকেরে বলেছেন, ‘আমরা এখনো আতসুর খোঁজ পাইনি। আতসুর পরিবারের সঙ্গে এখন আছি। এখানকার দৃশ্যগুলো অকল্পনীয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের হৃদয় বেদনায় সিক্ত। তার থাকার কক্ষ শনাক্ত হয়েছে সঙ্গে দুই জোড়া জুতা পাওয়া গেছে। গতকাল তাপীয় চিত্রের মাধ্যমে জানা গেছে, পাঁচজনের বেশি মানুষ এখনো বেঁচে আছে সেখানে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা আতসুর এখনো খোঁজ পাইনি।’ 

এর আগে অবশ্য ঘানার রাষ্ট্রদূত জানিয়েছিলেন, তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আতসুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে জানা যায় নিউক্যাসলের সাবেক ফুটবলারকে এখনো পাওয়া যায়নি। তাঁকে পাওয়ার অপেক্ষায় আছেন তাঁর পরিবার। 

সৌদি ক্লাব আল রায়েদ থেকে গত বছর তুরস্কের ক্লাব হাতাইস্পোরে যোগ দেন আতসু। কিন্তু দেশটিতে ফুটবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্যোগের শিকার হয়েছেন তিনি। ৭.৮ মাত্রার শক্তি শালি ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়েছেন ঘানার এই ফুটবলার। দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫০০০ ছাড়িয়ে গেছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত