Ajker Patrika

এশিয়ান কাপ বাছাইপর্বের চূড়ান্ত দলে প্রবাসী ইউসুফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান কাপ বাছাইপর্বের চূড়ান্ত দলে প্রবাসী ইউসুফ 

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আগামীকাল উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। কোচ মারুফুল হকের  ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার  ইউসুফ জুলকারনাইন হক।

বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, স্বাগতিক উজবেকিস্তান ও কুয়েত। বাংলাদেশ দলের হয়ে খেলতে গত ১২ অক্টোবর বাংলাদেশে আসেন ইংলিশ ক্লাব  ইপ্সউইচ টাউনের তরুণ ফরোয়ার্ড ইউসুফ। ১৮ অক্টোবর পান বাংলাদেশের পাসপোর্ট। 

চোটের কারণে এই দলে নেই জাতীয় দলের মিডফিল্ডার বিপলু আহমেদ। পাসপোর্ট সমস্যায় খেলছেন না দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও  তারিক কাজী। অক্টোবরের ২৭, ৩০ এবং ২ নভেম্বরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল 

গোলরক্ষক 
পাপ্পু হোসেন, মিতুল মারমা, মাহফুজ হাসান প্রীতম

রক্ষণ 
রহমত মিয়া,রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মনির আলম, মোহাম্মদ হৃদয়, টুটুল হোসেন বাদশা, সবুজ হোসাইন, দুখু মিয়া, ইসা ফয়সাল

মাঝমাঠ 
মানিক হোসেন মোল্লা, আবু সাইদ, পাপন সিং, এনামুল হক 

আক্রমণ 
মারাজ হোসেন, মাহবুবুর রহমান সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, জমির উদ্দিন, রহিম উদ্দিন, ইউসুফ জুলকারনাইন হক, সাব্বির আহমেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত