Ajker Patrika

দুয়োধ্বনিকে পাত্তা দিচ্ছেন না সাউথগেট

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭: ০৯
দুয়োধ্বনিকে পাত্তা দিচ্ছেন না সাউথগেট

খেলার মাঠে দর্শকদের দুয়োধ্বনি নতুন কিছু নয়। বিশ্বকাপ এলে তা বেড়ে যায় কয়েকগুণ। এবারের কাতার বিশ্বকাপেও চলছে দর্শকদের দুয়োধ্বনি। গতকাল আল-বায়েত স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের ফুটবলাররা শুনেছেন দুয়োধ্বনি। তবে গ্যারেথ সাউথগেট এই ব্যাপারটাকে পাত্তা দিচ্ছেন না।

আল-বায়েত স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। দুটি দলই লড়াই করেছিল সমানে সমানে। তবে শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র।ইংল্যান্ডের পারফরম্যান্সে হতাশ হয়ে ভক্তরা দিয়েছেন দুয়োধ্বনি। সাউথগেট এই ব্যাপার নিয়ে চিন্তিত না। এই পরিস্থিতিতে সবার শান্ত থাকা উচিত বলে তিনি মনে করেন । ইংল্যান্ডের কোচ বলেন, ‘দুয়োধ্বনি কি আমাদের উদ্দেশ্য করে করা হয়েছে? এই ব্যাপারে আমি নিশ্চিত না। অবশ্যই আমরা চাই আমাদের ভক্তদের খুশি রাখতে। ভক্তদের মুখে হাসি দেখতে। আমরা আজ জিততে পারিনি। কিন্তু দলের ক্ষতি হোক এমন কিছু চাই না। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। এমন শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আমাদের দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ড্র হয়েছিল ২০১০ সালে। সেই ম্যাচটাও ছিল বিশ্বকাপে এবং সেটা ১-১ গোলে ড্র হয়েছিল। আর এবারের বিশ্বকাপে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র দুটি দলই ম্যাচ খেলেছে দুটি করে ম্যাচ, যেখানে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ওয়েলসের বিপক্ষে ২৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন হ্যারি কেইনরা। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে যুক্তরাষ্ট্র। ২৯ নভেম্বর ইরানের বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ