ক্রীড়া ডেস্ক
আজ রাতে এক বিন্দুতে মিলে গেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজ নিজ প্রতিপক্ষের কাছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী হেরে গেছে। দুই ম্যানচেস্টারের হারের রাতে বড় জয় পেয়েছে আর্সেনাল।
দিন তিনেক আগে নিউক্যাসলের কাছে হেরে কারাবো কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ক্ষত নিয়ে উলভসের বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমেছিল সিটিজেনরা। তবে সেই ধাক্কা সামলে উঠতে পারেনি পেপ গার্দিওলার দল। আজ ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। হারলেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে শীর্ষে আছে সিটি।
ম্যাচের ১৩ মিনিটে রুবেন দিয়াসে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সিটি। ৫৮ মিনিটে সেই গোল শোধ দেন হুলিয়ান আলভারেস। তবে ৮ মিনিট পর আবারও উলভস সমর্থকদের উল্লাসে ভাসান হাং হি-চান। সেই ধাক্কা কাটিয়ে আর সমতায় ফিরতে পারেনি সিটি। লিগে বরণ করে মৌসুমের প্রথম হার।
একই রাতে ঘরের ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের গোলে পিছিয়ে পড়া রেড ডেভিলরা আর সমতায় ফিরতে পারেনি। তবে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে ৪-০ গোলে জয় পেয়েছে গানাররা। সিটির সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ১৭ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪ ও ৫৩ মিনিটে পেনাল্টি থেকে পরের গোল দুটি করেন মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। যোগ করা তৃতীয় মিনিটে গানারদের শেষ গোলটি করেন বেন হোয়াইট।
গতকাল লিগের আরেক ম্যাচে ঘরের মাঠ ভিলা পার্কে ওলি ওয়াটকিন্সের হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ডকে। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন আনসু ফাতি।
আজ রাতে এক বিন্দুতে মিলে গেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজ নিজ প্রতিপক্ষের কাছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী হেরে গেছে। দুই ম্যানচেস্টারের হারের রাতে বড় জয় পেয়েছে আর্সেনাল।
দিন তিনেক আগে নিউক্যাসলের কাছে হেরে কারাবো কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ক্ষত নিয়ে উলভসের বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমেছিল সিটিজেনরা। তবে সেই ধাক্কা সামলে উঠতে পারেনি পেপ গার্দিওলার দল। আজ ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। হারলেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে শীর্ষে আছে সিটি।
ম্যাচের ১৩ মিনিটে রুবেন দিয়াসে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সিটি। ৫৮ মিনিটে সেই গোল শোধ দেন হুলিয়ান আলভারেস। তবে ৮ মিনিট পর আবারও উলভস সমর্থকদের উল্লাসে ভাসান হাং হি-চান। সেই ধাক্কা কাটিয়ে আর সমতায় ফিরতে পারেনি সিটি। লিগে বরণ করে মৌসুমের প্রথম হার।
একই রাতে ঘরের ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের গোলে পিছিয়ে পড়া রেড ডেভিলরা আর সমতায় ফিরতে পারেনি। তবে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে ৪-০ গোলে জয় পেয়েছে গানাররা। সিটির সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ১৭ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪ ও ৫৩ মিনিটে পেনাল্টি থেকে পরের গোল দুটি করেন মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। যোগ করা তৃতীয় মিনিটে গানারদের শেষ গোলটি করেন বেন হোয়াইট।
গতকাল লিগের আরেক ম্যাচে ঘরের মাঠ ভিলা পার্কে ওলি ওয়াটকিন্সের হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ডকে। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন আনসু ফাতি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে