Ajker Patrika

বাংলাদেশকে সাফ জেতানো কোচের শাস্তি চায় বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৪
Thumbnail image

এক মাসও হয়নি কোচ মারুফুল হকের অধীনে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ের। এবার তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বসুন্ধরা কিংস। মারুফুলের উপযুক্ত শাস্তি দাবি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠিও দিয়েছে ফুটবল ক্লাবটি। আজ বসুন্ধরা কিংস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

বাফুফেকে পাঠানো কিংসের সেক্রেটারি বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের জন্যই বুয়েট মাঠে নিয়মিত অনুশীলন করাচ্ছেন মারুফুল। যে দলে রয়েছে বসুন্ধরা কিংসের ছয় ফুটবলার। কিন্তু কিংস তাদের চার ফুটবলারকে না পাঠিয়ে শুধু দুজনকে অনুশীলনের অনুমতি দিয়েছে। এতেই রেগে যান কোচ। তিনি চেয়েছেন সব ফুটবলারকে। কিন্তু সবাইকে না পাওয়ায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন শুরু করেছেন। 

মূলত চোটের কথা বিবেচনায় এবং তাদের নতুন কোচ ভ্যালেরিউ তিতার সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনের জন্য ধাপে ধাপে ফুটবলারদের ছাড়ার সিদ্ধান্ত নেয় কিংস। কোচ মারুফুলের অধীনে ক্লাবটির কোনো ফুটবলারকে বয়সভিত্তিক, সিনিয়র ও নারী দলের ক্যাম্পে যোগ দিতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয় চিঠিতে। 

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা কিংসের চিঠি পেয়েছি। চেষ্টা করছি সুষ্ঠুভাবে এটার সমাধান করে দিতে।’ কোচ মারুফুল অবশ্য আপাতত এই চিঠি নিয়ে কথা বলতে চান না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত