Ajker Patrika

‘বিশ্বকাপের আমেজ নষ্ট করছেন আপনারা’, ভারতীয় দর্শকের ক্ষোভ

‘বিশ্বকাপের আমেজ নষ্ট করছেন আপনারা’, ভারতীয় দর্শকের ক্ষোভ

২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হলেও ভারতীয় দর্শকরা যেন তা উপভোগই করতে পারছেন না। কেননা অনলাইন স্ট্রিমিংয়ে ম্যাচ চলাকালীন বারবার ঝামেলা করছে। ভালোমতো ম্যাচ দেখতে না পারায় মুকেশ আম্বানির জিও সিনেমার ওপর ক্ষোভ ঝেরেছেন ভারতীয়রা। 

গতকাল আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। আর ভারতে এই বিশ্বকাপের সম্প্রসারসত্ত্ব পেয়েছে জিও সিনেমা অ্যাপ। এই অনলাইন অ্যাপেই বিশ্বকাপের প্রথম ম্যাচ চলাকালীন বারবার বাফারিং হচ্ছিল। তাতে দর্শকদের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ জিও সিনেমার সম্প্রচারসত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আয়ুশ বিশ্ট নামের একজন টুইট করছেন,  ‘আমি বুঝি না ফুটবল বিশ্বকাপের সম্প্রচারসত্ত্ব জিও সিনেমা পায় কীভাবে। ম্যাচটা দেখতে পারছি না। বারবার বাফার করছে। আপনারা বিশ্বকাপের আমেজ নষ্ট করে দিচ্ছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত টুইট করেছেন, ‘স্ট্রিমিং খুব ঝামেলা করছে। আমি বিশ্বকাপের প্রথম দুটো গোল দেখতেই পারিনি। সত্যিই হতাশ।’

জিও সিনেমা অ্যাপ পরে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। টুইট করে তারা বলেছেন,‘আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা ভালোমতো ম্যাচ দেখতে পারেন। দয়া করে আপনারা অ্যাপ আপগ্রেড করুন এবং নতুন ভার্সনে ২০২২ ফুটবল বিশ্বকাপ উপভোগ করুন। কোনো অসুবিধার জন্য দুঃখিত।’ 

গতকাল শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে প্রায় এক মাস। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে ২২তম ফুটবল বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত