জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১০ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১১ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৪ ঘণ্টা আগে