ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এমনই ঘোষণা দিয়েছে ফ্রান্স দলের পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকি। অথচ ফাইনাল শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি।
আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই আজ তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। ফলে আজ যে দল জিতবে, তাদের জার্সিতে একটি তারকা চিহ্ন বাড়বে। বর্তমানে তাদের জার্সিতে দুই তারকা রয়েছে। অর্থাৎ, যে দল যতবার চ্যাম্পিয়ন, তাদের জার্সিতে ততটি তারকা থাকে।
এই হিসাব করেই লুসাইল স্টেডিয়ামে দুই দলের খেলতে নামার আগে ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তিন তারকা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে নাইকি। কিন্তু এটি করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে তাদের। প্রতিষ্ঠানটির এমন হাস্যকর কাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়ার মুখে ফ্রান্স। কারণটা সবার জানা, আর্জেন্টিনার কাছে হারলেই ট্রোলের শিকার হতে হবে তাদের।
অতি লোভে তাতি নষ্ট—প্রবাদটি মনে হয় ভুলে গেছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। তা না হলে ব্যাক্সটারকে দেখে শিক্ষা নিতে পারত প্রতিষ্ঠানটি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে এমনটি ধরে নিয়ে ১৮ হাজার জার্সি তৈরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যবসায়ী। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় মাথায় হাত দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
নাইকি আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না, তা ফাইনাল শেষ হলেই বোঝা যাবে। কিন্তু তার আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তাদের বিশাল ভুলের জন্য ফরাসি সমর্থকেরা মনে করছেন এখন বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। দেশটির এক সমর্থক লিখেছেন, ‘এটি খারাপ ফল আনবে। এখন নিশ্চিতভাবেই আমরা ফাইনালে হারব।’ আরেকজন লিখেছেন, ‘এটি দুর্ভাগ্য নিয়ে আসবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা (ফ্রান্স) জিতছে না।’ নিজেদের অপয়া করতেই এমন কাজটি করেছেন বলে একজন লিখেছেন ,‘তারা আমাদের অপয়া বানাবে।’ নাইকির মূর্খতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘ভুল থেকে তারা শিক্ষা নেয়নি।’
তবে মজার বিষয় হচ্ছে, বিক্রির জন্য নিজেদের ওয়েবসাইটে ফ্রান্সের দুই তারকার জার্সির ছবি দিয়েছে নাইকি। আর ক্যাপশনে ‘তিন তারকা’ জার্সি বিক্রির কথা লিখেছে প্রতিষ্ঠানটি। পরে বিষয়টি ভাইরাল হলে দ্রুতই ক্যাপশনটি সরিয়ে ফেলে নাইকি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এমনই ঘোষণা দিয়েছে ফ্রান্স দলের পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকি। অথচ ফাইনাল শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি।
আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই আজ তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। ফলে আজ যে দল জিতবে, তাদের জার্সিতে একটি তারকা চিহ্ন বাড়বে। বর্তমানে তাদের জার্সিতে দুই তারকা রয়েছে। অর্থাৎ, যে দল যতবার চ্যাম্পিয়ন, তাদের জার্সিতে ততটি তারকা থাকে।
এই হিসাব করেই লুসাইল স্টেডিয়ামে দুই দলের খেলতে নামার আগে ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তিন তারকা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে নাইকি। কিন্তু এটি করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে তাদের। প্রতিষ্ঠানটির এমন হাস্যকর কাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়ার মুখে ফ্রান্স। কারণটা সবার জানা, আর্জেন্টিনার কাছে হারলেই ট্রোলের শিকার হতে হবে তাদের।
অতি লোভে তাতি নষ্ট—প্রবাদটি মনে হয় ভুলে গেছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। তা না হলে ব্যাক্সটারকে দেখে শিক্ষা নিতে পারত প্রতিষ্ঠানটি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে এমনটি ধরে নিয়ে ১৮ হাজার জার্সি তৈরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যবসায়ী। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় মাথায় হাত দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
নাইকি আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না, তা ফাইনাল শেষ হলেই বোঝা যাবে। কিন্তু তার আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তাদের বিশাল ভুলের জন্য ফরাসি সমর্থকেরা মনে করছেন এখন বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। দেশটির এক সমর্থক লিখেছেন, ‘এটি খারাপ ফল আনবে। এখন নিশ্চিতভাবেই আমরা ফাইনালে হারব।’ আরেকজন লিখেছেন, ‘এটি দুর্ভাগ্য নিয়ে আসবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা (ফ্রান্স) জিতছে না।’ নিজেদের অপয়া করতেই এমন কাজটি করেছেন বলে একজন লিখেছেন ,‘তারা আমাদের অপয়া বানাবে।’ নাইকির মূর্খতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘ভুল থেকে তারা শিক্ষা নেয়নি।’
তবে মজার বিষয় হচ্ছে, বিক্রির জন্য নিজেদের ওয়েবসাইটে ফ্রান্সের দুই তারকার জার্সির ছবি দিয়েছে নাইকি। আর ক্যাপশনে ‘তিন তারকা’ জার্সি বিক্রির কথা লিখেছে প্রতিষ্ঠানটি। পরে বিষয়টি ভাইরাল হলে দ্রুতই ক্যাপশনটি সরিয়ে ফেলে নাইকি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে