ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।
ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে