Ajker Patrika

এবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনাদের বরণ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২: ৫০
ছাদখোলা বাসে বরণ করা হবে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফাইল ছবি
ছাদখোলা বাসে বরণ করা হবে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফাইল ছবি

দুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।

কাঠমান্ডু শিরোপা জয়ের উৎসবের ঢেউ ছড়িয়ে পড়েছে সুদূর ঢাকাতেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার ছাদখোলা বাসে বরণ করবে। বাফুফের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে আজকের পত্রিকাকে। গতবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করলেও এবার করা হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাঠমান্ডু থেকে বিজি-৩২ ফ্লাইটে বাংলাদেশ সময় আগামীকাল বেলা ২টা ১৫ মিনিটে আসবেন সাবিনারা।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল বিমানবন্দর থেকে শুরু করে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে আনা হবে সাবিনাদের। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাফুফের শীর্ষ কর্তারা এ মুহূর্তে দেশের বাইরে আছেন। গতবারের মতো এবার সাবিনাদের কর্তাদের আড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই কম।

শিরোপা নির্ধারণী ম্যাচে আজ নেপালের বিপক্ষে গোল দুটির প্রথমটি ৫১ মিনিটে করেন মনিকা। দ্বিতীয় গোলটি ৮১ মিনিটে করেন ঋতুপর্ণা। ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। ২০২৪ নারী সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের গোলপোস্ট সামলেছেন ‘চীনের মহাপ্রাচীরের’ মতো। ফাইনালেও ছিলেন দুর্দান্ত। সবশেষ ২০২২ নারী সাফেরও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত