ক্রীড়া ডেস্ক
অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি।
ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার।
আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’
গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’
অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি।
ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার।
আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’
গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে