Ajker Patrika

অবশেষে থামল গ্রিজম্যানের দৌড়

অবশেষে থামল গ্রিজম্যানের দৌড়

অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের। 

২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি। 

ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার। 

আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’ 

গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত