Ajker Patrika

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সম্মান নিয়ে মাঠ ছাড়তে চান বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২২: ৫৮
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

লাওসের পর এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকেও হারাল বাংলাদেশ। তৃষ্ণা রানীর হ্যাটট্রিকে ৮-০ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের দল। টুর্নামেন্টে সবচেয়ে বড় পরীক্ষায় পরশু দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। জিতলে পাবে থাইল্যান্ডে মূল পর্বে খেলার টিকিট।

শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দক্ষিণ কোরিয়া। র‍্যাঙ্কিংয়ে দশে অবস্থান তাদের। সেখানে বাংলাদেশ রয়েছে ১০৪ নম্বরে। কাগজে-কলমে তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে ফল যেমনই হোক, বাংলাদেশ কোচ পিটার বাটলার মাঠ ছাড়তে চান মাথা উঁচু করে।

আজ পূর্ব তিমুরকে হারানোর পর লাওসের জাতীয় স্টেডিয়ামে বাটলার বলেন, ‘এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যারা দারুণ গোছানো ও মানসম্পন্ন দল। কাগজে-কলমে আমরা তাদের মানের নই। কোরিয়ার বিপক্ষে খেলার ফলাফল যাই হোক না কেন, আমাদের সম্মান নিয়ে মাঠ ছাড়াটা গুরুত্বপূর্ণ। সবকিছু এখন আমাদের হাতে, আমরা আমাদের সর্বোচ্চটা দেব।’

কোরিয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে বাফুফেকে খোঁচাও মারেন বাটলার, ‘তারা নিজেদের উন্নয়নে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। পরিকল্পনা আর সংগঠনে প্রচুর অর্থ ব্যয় করে, আমি নিশ্চিত তাদের খেলোয়াড়েরা বাফুফের মতো তিন স্তরে আটকে থাকে না।’

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক লাওসের। গ্রুপ রানার্সআপ হলেও মূল পর্বে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। সে ক্ষেত্রে সেরা ৩ রানার্সআপ দলের ভেতর থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত